বিশ্বকাপে ষোলো জনের দল আশা করেছিলেন রবি শাস্ত্রী

দলের চার নম্বর ব্যাটসম্যান হিসাবে কিছুদিন ধরে সকলের নজর ছিল অম্বাতি রায়াডুর দিকে কিন্তু তাকে বাদ দিয়েই দল ঘােষণা করে হয়েছে । এই নিয়ে ক্রিকেটের অন্দরমহলে নানান আলােচনা-সমালােচনা চলছে, আর সেটা যে চলবে তা বলাই যায়।

Written by SNS Dubai | April 18, 2019 10:33 am

ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী

আইপিএল ক্রিকেট কিছুটা হয়তাে এখন আলােচনার মধ্যে থেকে বাইরে চলে যাবে চলতি সপ্তাহে। সকলের নজর ছিল সপ্তাহের শুরুতে সােমবার আসন্ন বিশ্বকাপ প্রতিযােগিতার জন্য ভারতীয় ক্রিকেট বাের্ড পনেরােজনের দল কি রকম ঘােষণা করেন। তবে প্রথম বারােজনের নাম সকলেই জানতেন। কিন্তু, বাকি তিনজন ক্রিকেটার হিসাবে কাকে নেওয়া হবে। বিশেষ করে বলতে গেলে, দলের চার নম্বর ব্যাটসম্যান হিসাবে কাকে বেছে নেওয়া হবে সেটাও দেখার বিষয় ছিল। যদিও দলের চার নম্বর ব্যাটসম্যান হিসাবে কিছুদিন ধরে সকলের নজর ছিল অম্বাতি রায়াডুর দিকে কিন্তু তাকে বাদ দিয়েই দল ঘােষণা করে হয়েছে । এই নিয়ে ক্রিকেটের অন্দরমহলে নানান আলােচনা-সমালােচনা চলছে, আর সেটা যে চলবে তা বলাই যায়। যতক্ষণ না বিশ্বকাপের আসরে নেমে ভারতীয় দলে চার নম্বর ব্যাটসম্যান হিসাবে নিযুক্ত হওয়া কোনও ক্রিকেটার খেলতে নেমে নিজের সেরা খেলাটা মেলে ধরছেন।

এই আলােচনার মধ্যেই আরাে কিছুটা ব্যাপারটা উস্কে দিলেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী। তিনি বুধবার বলেন, ‘আমার তাে মনে হয় বিশ্বকাপের জন্য ষােলােজনের দল ঘােষণা করা উচিত ছিল। কাউকে হৃদয় ভেঙে তাকে দল থেকে বাদ না দেওয়াই উচিত ছিল। কারণ আসন্ন প্রতিযােগিতাটি লম্বা, তাই সেখানে ক্রিকেটাররা চোট পতেই পারে, তাই যদি আমরা পনেরােজনের পরিবর্তে ষােলােজনের দল ঘােষণ করতাম তা হলে হয়তাে আইসিসি’র পক্ষ থেকে কোনও মতামত আসত না বলে মনে হত।’

রবি শাস্ত্রীর এই মতামতটি আরাে কিছুটা উস্কে দিল অম্বাতি রায়াডর বাদ পড়ার ব্যাপারটা নিয়ে। তিনি সরাসরি না বললেও, কিছুটা এই ব্যাপারটা  রেখেই কথাটা বলেন। পনেরােজনের পরিবর্তে ষােলােজনের দল ঘােষণা করাটা এমন কোনও ব্যাপারটা ছিল না। আর কারাের মন ভেঙে তাকে দলের বাইরে রাখাটাও উচিত নয়। এখন শাস্ত্রীয় মন্তব্য নিয়ে কতটা ক্রিকেটের অন্দর মহলে আবারও আলােচনা ও সমালােচনা হতে পারে সেটাই দেখার বিষয়।

‘আমি দল নির্বাচন নিয়ে কোনও কথা বলব না। এই ব্যাপারটা পুরােপুরি অধিনায়ক জানে। যখন আমরা পনেরােজনের দল ঘােষণা করতে পারি সেখানে আমরা যদি আরাে একজনকে দলভুক্ত করতে পারতাম সেটা নিয়ে কোনও বড় ঝামেলা হত না বলেই আমার মনে হয়। আমরা ষােলােজনের দল ঘােষণা করলেও, অতিরিক্ত চাপ ছিল না। কারণ কারাের মন ভেঙে দেওয়া একেবারে উচিত নয় বলে মনে করি। আমরা প্রত্যেকেই আইসিসি’র অনুমােদিত প্রতিযােগিতাটি দীর্ঘমেয়াদী সেখানে পনেরােজনের পরিবর্তে যােলােজন থাকলে কোনও অসুবিধা হত না। ক্রিকেট হচ্ছে এমন একটা খেলা যেখানে যেকোনাে সময় যেকোনাে ক্রিকেটার চোট পেতে পারে। যেকোনাে খেলায় যেকোনাে সময় চোট পেতে পারে যেকোনাে খেলােয়াড়। সেখানে তাঁর ব্যবস্থা আমাদের আগে থেকে নিয়ে নেওয়া উচিত। এবং দলে একজন অতিরিক্ত কাউকে নিয়ে রাখা উচিত যখন কোনও খেলােয়াড় চোট পেয়ে দল ছিটকে যাবে সেখানে তাে আমাদের একজন না একজনকে দলে ডাকতেই হবে, সেখানে এই কাজটা যদি আমরা আগে থেকে করে রাখতাম তাতে বিরাট কোনও অসুবিধা হত বলে আমার মনে হয়’, এমন কথাই জানালেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী।

এছাড়া শাস্ত্রীকে প্রশ্ন করা হয় বিজয় শঙ্করই কি দলের চার নম্বর ব্যাটসম্যান হিসাবে নিযুক্ত হচ্ছেন আসন্ন বিশ্বকাপে? উত্তরে ভারতীয় কোচ বলেন, ‘দেখুন আমরা আগে থেকে কোনও মন্তব্য সিদ্ধান্ত নিতে চাই না। আমরা আগে ওখানে পৌঁছাই, ওখানকার পরিবেশ পরিস্থিতি বােঝার চেষ্টা করি। তারপর ম্যাচ খেলতে নামার আগে সিদ্ধান্ত নেব কাকে চার নম্বরে ব্যাট করতে পাঠানাে হবে। তবে, আমাদের প্রথম তিনজন ব্যাটসম্যান পুরােপুরি ঠিক সেটা আগাম বলে দিতে পারি।’

ভারতীয় দলের সম্বন্ধে প্রশ্ন করা হলে রবি শাস্ত্রী জানান, ‘আমাদের দলের ক্রিকেটাররা গত পাঁচ বছর ধরে ভালাে পারফরমেন্স করে দেখাচ্ছে। আমার আশা তাঁরা বিশ্বকাপের মতন প্রতিযােগিতায় নিজেদের সেরা খেলাটাই মেলে ধরবে। দলের প্রতিটা ক্রিকেটারের প্রতি আমার আস্থা রয়েছে। বিশেষ করে, আমরা তিনটি ফরম্যাটে র‍্যাঙ্কিংয়ে এক দুই বা তিন নম্বর ব্যাঙ্কিংয়ের মধ্যে রয়েছি। আমরা একজন ক্রিকেটারের উপর ভর করে আজ এই জায়গায় পৌছাইনি। দলের প্রতিটা ক্রিকেটারের জন্য এই জায়গায় আসতে পেরেছি।’ এছাড়া বিশ্বকাপের ফেভারিট দল হিসাবে কাকে এগিয়ে রাখছেন এই ব্যাপারে প্রশ্ন করা হলে রবি শাস্ত্রী বলেন,’ শেষ দু’বছর ধরে ইংল্যান্ড দল খুব ভালাে পারফরমেন্স করে দেখাচ্ছে। এছাড়া ওঁদের দলে ভালো ভালাে ক্রিকেটাররা উঠে এসেছে তারা খুব ভালাে পারফরমেন্স করে দেখাচ্ছে। এবং বােলিং ব্যাটিংয়ে গভীরতা রয়েছে। পাশাপাশি ইংল্যান্ড দল তাদের ঘরের মাঠে খেলতে নামছে তাই তাদের ফেভারিট হিসাবেই ধরেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।’