• facebook
  • twitter
Wednesday, 4 December, 2024

বিরোধিদের পাল্টা জবাব দিলেন পিটি ঊষা

ঊষার বিরুদ্ধে অভিযোগ পত্রে সই করেছেন সহ-সভাপতি রাজলক্ষ্মী দেও, গগন নারাং, কোষাধ্যক্ষ সহদেব যাদব, যুগ্ম সচিব অলকানন্দা অশোক এবং কল্যাণ চৌবে, কর্মসমিতির সদস্য অমিতাভ শর্মা, ভূপেন্দ্র সিংহ বাজওয়া, রোহিত রাজপাল, দোলা বন্দ্যোপাধ্যায়, হরপাল সিংহ এবং যোগেশ্বর দত্তের।

ভারতের প্রাক্তন দৌড়বিদ তথা অলিম্পিয়ান পিটি ঊষার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল তার পাল্টা জবাব দিলেন তিনি। ‘স্বৈরতান্ত্রিক’ পদ্ধতিতে সংস্থা চালানোর অভিযোগ এনেছিলেন কর্মসমিতির ১২ জন সদস্য।

ভারতের প্রাক্তন অ্যাথলিট পিটি ঊষার বিরুদ্ধে ‘স্বৈরতান্ত্রিক’ পদ্ধতিতে সংস্থা চালানোর অভিযোগ এনেছিলেন কর্মসমিতির ১২ জন সদস্য। রবিবার পাল্টা চিঠিতে তাঁদের আক্রমণ করলেন ঊষা। জানালেন, ক্ষমতা কায়েম এবং আর্থিক সুবিধা পেতেই তাঁরা প্রশাসকের বিরেুদ্ধে অভিযোগ এনে কালিমালিপ্ত করতে চাইছেন।

শনিবার আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির কর্তা জেরোম পোইভিকে চিঠি লেখেন কর্মসমিতির ১২ সদস্য। তাঁরা জানান, ঊষা ইচ্ছা মতো আইওএ পরিচালনা করছেন। তাঁর মতের সঙ্গে মিল না হলেই বেঁকে বসছেন। সিইও রঘুরাম আয়ারের নিয়োগ ঘিরেই যাবতীয় বিতর্ক। রঘুরামকে সরাতে না চাইলেই এই বিতর্ক তৈরি হয়েছে। ঊষা রাজি না হওয়ার কারণেই তাঁকে ঘিরে বিরোধিতার সুর চরমে ওঠে।

সেই চিঠির বিরোধিতা করে পাল্টা চিঠিতে ঊষা লিখেছেন, “ক্রীড়াবিদ হিসাবে ভারতের প্রতিনিধিত্ব করার পর আমার ৪৫ বছরের জীবনে কখনও এ রকম মানুষদের দেখিনি, যারা দেশের ক্রীড়াবিদ এবং দেশের খেলাধুলোর ভবিষ্যত সুরক্ষিত করার বদলে ভিন্ন মত পোষণ করে। ওরা  নিজেরা ক্ষমতা নিজেদের হাতে রাখেতে চান  এবং আর্থিক সুবিধার কথাই বেশি ভাবে। সে কারণে ক্রীড়া প্রশাসনে দাপট দেখাতে চায়।”

ঊষার বিরুদ্ধে অভিযোগ পত্রে সই করেছেন সহ-সভাপতি রাজলক্ষ্মী দেও, গগন নারাং, কোষাধ্যক্ষ সহদেব যাদব, যুগ্ম সচিব অলকানন্দা অশোক এবং কল্যাণ চৌবে, কর্মসমিতির সদস্য অমিতাভ শর্মা, ভূপেন্দ্র সিংহ বাজওয়া, রোহিত রাজপাল, দোলা বন্দ্যোপাধ্যায়, হরপাল সিংহ এবং যোগেশ্বর দত্তের।

সেই অভিযোগকে ‘বিদ্বেষমূলক এবং অসত্য’ আখ্যা দিয়ে ঊষা লিখেছেন, তাঁর নেতৃত্ব এবং ভারতের খেলাধুলোর উন্নতির চেষ্টাকে কালিমালিপ্ত করতেই এই পদক্ষেপ করা হয়েছে। তিনি জানিয়েছেন, সিইও হিসাবে রঘুরামের নিয়োগ আইওএ-র সংবিধান মেনেই হয়েছে। তাই অভিযোগের কোনও ভিত্তি নেই।