এমবাপের বিকল্প হিসেবে পিএসজি চাইছে বার্সার স্ট্রাইকার লামিনেকে

Written by Subhash Pal April 25, 2024 12:34 pm

প্যারিস– এমন খবর জানিয়েছে ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো৷ ফরাসি পত্রিকা লা প্যারিসিয়েন ও ফুট মার্কাতো বলছে, পিএসজি স্প্যানিশ জাতীয় দলের খেলোয়াড়কে আনতে ‘‘গোপন অস্ত্র’’ ব্যবহার করছে৷ আর তিনি হচ্ছেন প্রখ্যাত ব্যবসায়ী জর্জ মেনডেস৷ পর্তুগিজ এই এজেন্টের সঙ্গে বেশ সখ্যতা রয়েছে পিএসজির৷ সেই সম্পর্ককে কাজে লাগিয়েই তারা লামিনে ইয়ামালের দিকে নজর রেখেছে৷

এমনকি তাদের দাবি— কাতালান ক্লাব থেকে ইয়ামালকে দলে ভেড়াতে ২০০ মিলিয়ন ইউরো খরচ করতেও রাজি৷ এমবাপেকে হারানোর পর পিএসজি আর্থিকভাবে বড় অঙ্কের বিনিয়োগ করতে চায়৷ কারণ তার লম্বা সময় ধরে ক্লাবটির ইতিহাসের রেকর্ড অঙ্কের বেতন দিয়ে আসছে ফরাসি স্ট্রাইকারকে৷ যা লিওনেল মেসি ও নেইমার জুনিয়ররাও পেতেন না৷

মেনডেস সাম্প্রতিক দশকগুলোয় ফুটবলের সবচেয়ে প্রভাবশালী এজেন্টদের একজন৷ ২০২২ সাল পর্যন্ত তিনি পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গেও কাজ করেছেন৷ প্রখ্যাত এই ব্যবসায়ীর সঙ্গে পিএসজির ডিরেক্টর লুইস ক্যাম্পোসেরও ভালো সম্পর্ক রয়েছে৷ যদিও শেষ পর্যন্ত তাদের এই প্রচেষ্টা সফল হয় তাহলে পিএসজির জন্য হবে সেটি বড় পাওয়া!

বিগত ৫-৬ বছর ধরেই দলবদলের মৌসুম শুরু হলে আলোচনায় থাকেন এমবাপে৷ ফ্রেঞ্চ এই তারকা বহুবারই স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের প্রতি নিজের দূর্বলতার কথা প্রকাশ করেছেন৷ আর রিয়ালও তাকে কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে৷ দুই পক্ষই যখন রাজি, তখন মূলত বাগড়া দিয়েছে পিএসজি৷ মোটা অঙ্কের ট্রান্সফার ফি ছাড়া এই খেলোয়াড়কে আর কারও হাতে তুলে দিয়ে রাজি নয় তারা৷ তবে এবার সম্ভবত শেষ হচ্ছে সেই নাটক৷ মৌসুম শেষে আগামী জুনের শেষ নাগাদ চুক্তির মেয়াদ পুরালে পিএসজি ছাড়বেন এমবাপে৷ এএফপির দাবি– ক্লাব কর্তাদের তিনি এমন কথাও জানিয়ে দিয়েছেন৷