• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন প্রতীকা

আগামী বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামছে ভারতের মহিলা দল। তার আগে বড় ধাক্কা। ভারতীয় দলের ওপেনার প্রতীকা রাওয়াল চোট পেয়ে ছিটকে গেলেন।

আগামী বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামছে ভারতের মহিলা দল। নিঃসন্দেহে অস্ট্রেলিয়া দল অত্যন্ত শক্তিশালী। ভারতীয় দলের ওপেনার প্রতীকা রাওয়াল চোট পেয়ে ছিটকে গেলেন। দারুন ফর্মে থাকা নিয়ম রক্ষার ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে তিনি চোট পেয়েছিলেন। সেই চোট বড় আকার ধারন করবে তা কেউই বুঝে উঠতে পারেনি। প্রতীকা ঠিক তার আগের ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরান করার কৃতিত্ব দেখিয়েছিলেন।

এখানে উল্লেখ করা যেতে পারে বাংলাদেশের ইনিংসের ২১তম ওভারের শেষ বলে শারমিন আখতারের শট চলে যায় ডিপ মিড-উইকেটের দিকে। প্রতিকা বাউন্ডারি বাঁচাতে ছুট দেন। বৃষ্টি হয়েছিল। সেই কারণে আউটফিল্ড কিছুটা পিছল ছিল। ফলে বিশ্রীভাবে পড়ে যান তিনি।
ডান পায়ের গোড়ালিও মচকে যায়। তাঁর জায়গায় ফিল্ডিংয়ে নামেন অরুন্ধতী রেড্ডি। জানা গিয়েছে, প্রতিকার জায়গায় হয়তো দেখা যাবে অমনজ্যোত কৌরকে।

Advertisement

Advertisement

Advertisement