পাকিস্তানের ভূমিপুত্র হলেও নিউজিল্যান্ড দলের হয়ে ক্রিকেট খেলেন মহম্মদ আব্বাস। অর্থাৎ পাকিস্তানোর বংশোদ্ভূত এই ক্রিকেটার মহম্মদ আব্বাস পাকিস্তানের বিরুদ্ধেই বিশ্বরেকর্ড গড়ে নজর কেড়ে ফেললেন। এমনকি এই রেকর্ড টপকে গেছে ভারতীয় দলের এক খেলোয়াড়ের। নেপিয়ারে অনুষ্ঠিত নিউ জিল্যান্ড বনাম পাকিস্তান ওয়ানডে ম্যাচে মহম্মদ আব্বাস করেন ৫২ রান। সেই সঙ্গে গড়েন নতুন রেকর্ড। অভিষেকে ২৪ বলে ৫০ রান করে আব্বাস গড়ে ফেললেন বিশ্ব রেকর্ড।
এই অলরাউন্ডার আব্বাসের জন্ম পাকিস্তানের লাহোরে। তিনি ভারতীয় তারকা ক্রুনাল পাণ্ডিয়ার অভিষেক ম্যাচে ২৬ বলে পঞ্চাশের রেকর্ড ভেঙে দিয়েছেন। টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ড একেবারে দুরমুশ করে দিয়েছে পাকিস্তানকে। একদিনের সিরিজে প্রথম ম্যাচে নিউজিল্যান্ড জয় তুলে নিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। অর্থাৎ নিউজিল্যান্ড এগিয়ে গেল ১-০ ম্যাচে। নিউজিল্যান্ড দলকে নেতৃত্ব দিচ্ছেন মার্ক চ্যাপম্যান। তিনি শতরানও করেছেন। ৫০ ওভারের খেলায় নিউজিল্যান্ড ৯ উইকেট হারিয়ে ৩৪৪ রান করে। ১১১ বলে ১৩২ রান করেন চ্যাপম্যান। ড্যারিল মিচেল ৮৪ বলে ৭৬ রান করেন। আন্তর্জাতিক অভিষেকে আকিফ জাভেদ ৫৫ রানে ২ উইকেট নেন। তবে পাক বোলারদের মধ্যে সব থেকে ভাল বল করেছেন ইরফান খান। ৫১ রানে ৩ উইকেট নেন তিনি।
Advertisement
রান তাড়া করতে নেমে একসময়ে মনে হচ্ছিল পাকিস্তান বড় রানের অঙ্কে স্কোরবোর্ড গড়বে। একটা সময় পাকিস্তান ২৪৯ রান করে ৩ উইকেট হারিয়ে। এই অবস্থায় পাক সমর্থকরা ভেবেছিলেন ম্যাচটা জিতে যাবেন বাবর আজমরা। বাবরকে আবার দলে ফেরানো হয়েছে। ৮৩ বলে ৭৮ রান করেন বাবর। তিনি আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ইনিংস। শেষ সাতটি উইকেট পড়ে যায় মাত্র ২২ রানে। ন্যাথান স্মিথ ৬০ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন।
Advertisement
Advertisement



