• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে ফিরলেন নীতীশ

গুয়াহাটি টেস্টে শুভমন খেলতে না পারলে, প্রথমবারের জন্য ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থকে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

গুয়াহাটি যাওয়ার আগে মঙ্গলবার সকালে কলকাতার ইডেন গার্ডেন্সে ঐচ্ছিক অনুশীলন ছিল ভারতীয় দলের। সেখানে মূলত ব্যাটসম্যানদের ওপরেই বিশেষ নজর দিতে দেখা গেল প্রধান কোচ গৌতম গম্ভীরকে। এদিন, অনুশীলনে সুদর্শন এবং জুরেলের দিকে বাড়তি নজর ছিল ভারতীয় দলের কোচের। এক পায়ে প্যাড পরিয়ে নেটে স্পিনারদের বিরুদ্ধে তাঁদের ব্যাটিং অনুশীলন করান গম্ভীর। বাঁহাতি ব্যাটসম্যান সুদর্শনকে ব্যাট করান ডান পায়ের প্যাড না পরে বাঁহাতি স্পিনার এবং অফ স্পিনারদের বিরুদ্ধে ব্যাট করেন তিনি। আসলে, স্পিন বল খেলার সময় যাতে তাঁর সামনের পা ঠিক জায়গায় যায়, তা নিশ্চিত করতে চাইছিলেন গম্ভীর।

এদিকে, আগামী শনিবার থেকে গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ বাঁচানোর লড়াইয়ে দ্বিতীয় তথা শেষ টেস্ট ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল। তবে, এই ম্যাচেও ভারত সম্ভবত পাচ্ছে না অধিনায়ক শুভমন গিলকে। রবিবারই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি।

Advertisement

চিকিৎসকেরা তাঁকে আপাতত তিন-চার দিন বিশ্রাম নিতে বলেছেন। জানা গিয়েছে, ভারত অধিনায়কের ঘাড়ে এখনও ব্যাথা রয়েছে। ফলে, আজ বুধবার দলের সঙ্গে হয়তো গুয়াহাটি যাচ্ছেন না তিনি। দ্বিতীয় টেস্ট শুরুর আগে তাঁর ভারতীয় দলে যোগ দেওয়ার সম্ভবনাও খুবই কম। তবে, প্রয়োজনে শুভমনকে চিকিৎসার জন্য মুম্বই নিয়ে যাওয়া হতে পারে। এদিকে, মঙ্গলবার সকালে ইডেনে কোচ গৌতম গম্ভীরের নেতৃত্বে প্রস্তুতি সারল ভারতীয় দল। এই প্রসঙ্গে বলা যায়, গুয়াহাটি টেস্টে শুভমন খেলতে না পারলে, প্রথমবারের জন্য ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থকে। কলকাতায় শুভমন মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার পর এই দায়িত্ব সামলাতে দেখা গিয়েছিল সহ-অধিনায়ক পন্থকে।

Advertisement

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই বারবার বিতর্কে জড়িয়েছেন ইডেন গার্ডেন্সের পিচ। কিন্তু, মঙ্গলবার অনুশীলনে এসেই ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায়কে জড়িয়ে ধরলেন গম্ভীর। পাশাপাশি, দ্বিতীয় টেস্টের আগে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে পেসার অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডিকে ডেকে পাঠানো হয়েছে।

দ্বিতীয় টেস্টে শুভমনের পরিবর্তে হয়তো প্রথম একাদশে ফিরতে পারেন তিনি। তাছাড়াও, এদিনের অনুশীলনে দেবদত্ত পাডিক্কালকে আলাদাভাবে অনুশীলন করলেন গম্ভীর। আসলে, দ্বিতীয় টেস্টের আগে গিলের পরিবর্ত ব্যাটসম্যান খুঁজে নেওয়ার যে এখন ভারতীয় দলের কাছে আসল চ্যালেঞ্জ।

Advertisement