চলতি বছরের শুরুতেই অনুষ্কার কোল জুড়ে এসেছে কন্যাসন্তান। বছরের শুরুর দিকেই সন্তানের মা হতে চলেছেন অনুষ্কা এই খবর আগাম জানা গিয়েছিল। সেজন্য বিরাট কোহলি অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্ট খেলার পর দেশে ফিরে এসেছিলেন, স্ত্রীর পাশে থাকার জন্য।
তারপর বছরের শুরুতে বিরাট ও অনুষ্কার ঘরে আসে মা লক্ষ্মী। বিরুষ্কা তাদের কন্যাসন্তানের নাম দিয়েছেন ভামিকা। ছােট্ট ভামিকা এই মুহুর্তে বাবা মার সঙ্গে আহমেদাবাদে রয়েছে। আর তাই এবার কোহলিকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিল হােটেল কর্তৃপক্ষ।
Advertisement
তবে শুধু বিরাট নয়, যে সব ক্রিকেটার বিবাহ, তাদের ঘরের বাইরে এমন ‘নেম প্লেট’ রাখা হয়েছে। টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য এই মুহুর্তে গােটা দল আহমেদাবাদে রয়েছে। জৈব বলয়ের এক ঘেয়েমি কাটানাের জন্যই এমন উদ্যোগ নিয়েছে হােটেল কর্তৃপক্ষ। তাই শুধু বিরাট নয়, রােহিত শর্মা, হার্দিক পান্ডিয়ার ঘরের দরজাতেও এমন ‘নেম প্লেট’ লাগানাে হয়েছে।
Advertisement
Advertisement



