• facebook
  • twitter
Friday, 6 December, 2024

জাতীয় কুডোয় কৃতিকার খেতাব

কৃতিকার কুডো শিক্ষক মানুষ রায় জানান, দিনহাটার পাইওনিয়ার ক্লাবে কৃতিকা ও অন্যান্যরা প্রশিক্ষণ নেয়। তিনি আরও জানান, গুজরাটের সুরাটে জাতীয় কুডো প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে অংশগ্রহণের জন্য বাংলা থেকে ২২ জন প্রতিযোগী অংশ নেয়।

কৃতিকা। নিজস্ব চিত্র

জাতীয় কুডো চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক পেয়ে খেতাব অর্জন করলো দিনহাটার কৃতিকা গুপ্তা। গুজরাটের সুরাটে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেডিয়ামে এ মাসের ৫ থেকে ৭ তারিখ অনুষ্ঠিত কুডো জাতীয় চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় দিনহাটার আইনজীবী নীহার রঞ্জন গুপ্তার কন্যা কৃতিকা গুপ্তা তার নিজস্ব বিভাগে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করে এই খেতাব অর্জন করে।

কৃতিকার বাবা জানান, আগামী ১১ নভেম্বর এই মাঠেই আন্তর্জাতিক কুডো প্রতিযোগিতায় তার মেয়ে কৃতিকা অংশ নেবে। কৃতিকার এই কৃতিত্বে খুশি দিনহাটার ক্রীড়ামোদীরা। কৃতিকার কুডো শিক্ষক মানুষ রায় জানান, দিনহাটার পাইওনিয়ার ক্লাবে কৃতিকা ও অন্যান্যরা প্রশিক্ষণ নেয়। তিনি আরও জানান, গুজরাটের সুরাটে জাতীয় কুডো প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে অংশগ্রহণের জন্য বাংলা থেকে ২২ জন প্রতিযোগী অংশ নেয়। ছোট্ট কৃতিকার এই কৃতিত্বে খুশি দিনহাটার মানুষ।