আগামী ৭ মে চলতি আইপিএলের মাঝেই হতে চলেছে মুম্বই টি-টোয়েন্টি লিগের নিলাম। ২৬ মে থেকে ৮ জুন পর্যন্ত হবে এই প্রতিযোগিতা। তারকা খেলোয়াড়ের মর্যাদা পাওয়ায় সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, অজিঙ্কা রাহানে, শার্দুল ঠাকুর, পৃথ্বী শ, শিবম দুবে, তুষার দেশপান্ডে ও সরফরাজ খানদের নাম থাকছে না এই নিলামে। বেশ কয়েক বছর বন্ধ থাকার পর আবার হতে চলেছে মুম্বই টি-টোয়েন্টি লিগ। প্রতিযোগিতার প্রতিটি দল এক জন করে তারকা খেলোয়াড়কে সই করানোর সুযোগ পেয়েছে নিলামের আগে। একই সঙ্গে তারকা খেলোয়াড়দের জন্য ২০ লক্ষ টাকা নির্দিষ্ট করে দিয়েছেন আয়োজকরা।
এই নিয়ে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি অজিঙ্কা নায়েক বলেছেন, ‘প্রতিষ্ঠিত ক্রিকেটারদের তারকা ক্রিকেটার হিসাবে বেছে নেওয়া হয়েছে। দলগুলি তাদের পছন্দ মতো তারকা ক্রিকেটারদের চূড়ান্ত করেছে। এখন দল গঠনের প্রক্রিয়া বাকি। ৭ মে নিলামে দল গঠন প্রক্রিয়া সম্পন্ন হবে। মুম্বইয়ের ক্রিকেটারদের জন্য এটা একটা বড় সুযোগ। বিশেষ করে তরুণ প্রতিভাবান ক্রিকেটারেরা নিজেদের দক্ষতা দেখানোর সুযোগ পাবে।’ তবে সব খেলাই হবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। উল্লেখ্য, ইতিমধ্যেই সূর্যকুমারের সঙ্গে চুক্তি করেছে নাইট মুম্বই নর্থ ইস্ট। শ্রেয়স চুক্তিবদ্ধ হয়েছেন সোবো মুম্বই ফ্যালকনের সঙ্গে। রাহানে যোগ দিয়েছেন বান্দ্রা ব্লাস্টার্সে।
Advertisement
পৃথ্বীর সঙ্গে চুক্তি হয়েছে নর্থ মুম্বই প্যান্থার্সের। দুবে খেলবেন এআরসিএস আন্ধেরির সঙ্গে। শার্দুলকে দেখা যাবে ঈগল থানে স্ট্রাইকার্সের জার্সিতে। সরফরাজ় খেলবেন আকাশ টাইগার্স মুম্বই ওয়েস্টার্ন সাবার্বসের হয়ে। তুষারকে দলে নিয়েছে মুম্বই সাউথ সেন্ট্রাল মারাঠা রয়্যালস।
Advertisement
Advertisement



