• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মহম্মদ সিরাজ শাস্তি পেতে চলেছেন

এটা আইসিসির নিয়মবিরুদ্ধ। যে কারণে শাস্তি হতে পারে সিরাজের। জরিমানা করা হতে পারে তাঁকে। অস্ট্রেলিয়ার ইনিংসের ২৫তম ওভারে এক জন দর্শক প্রচুর বিয়ার গ্লাস নিয়ে যাচ্ছিলেন।

ফাইল চিত্র

ভারতীয় বোলারদের বেশ বিপদে ফেলার চেষ্টা করেছেন মার্নাস লাবুশেন এবং নাথান ম্যাকসুইনি। সেই কারণে ভারতীয় বোলার মহম্মদ সিরাজ তাঁর অভিব্যক্তি চেপে রাখতে পারেননি। প্রতিপক্ষ দলের দুই খেলোয়াড়ের ব্যবহারে তিনি বার বার মেজাজ হারাচ্ছিলেন। সেই সময় একটি ভুল করে বসেন। যার জন্য শাস্তির মুখে পড়তে চলেছেন।

প্রথম দিনে দু’টি সেশনেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। শেষ সেশনে অস্ট্রেলিয়া ৮৬ রান করে মাত্র একটি উইকেট হারিয়ে। ভারতীয় বোলারদের তখন নানভাবে বিরক্ত করছিলেন মার্নাস লাবুশেন এবং নাথান ম্যাকসুইনি। বিরক্তিতে উত্তেজিত হয়ে পড়েন মহম্মদ সিরাজ। যার ফলে তিনি মেজাজ হারাচ্ছিলেন। সেই সময় একটি ভুল করেন তিনি। যার জন্য শাস্তির মুখে পড়তে পারেন ভারতীয় পেসার। দ্বিতীয় দিনেও ট্রেভিস হেডের সঙ্গে তাঁর এমনই ব্যবহার দেখতে পাওয়া গেল। প্রতিটি ম্যাচ শেষে আম্পায়ারেরা ম্যাচ রেফারির কাছে রিপোর্ট জমা করেন। সেখানে যদি সিরাজের বিরুদ্ধে রিপোর্ট জমা দেওয়া হয় তা হলে অবাক হওয়ার কোনও কারণ নেই। ভারতীয় পেসার লাবুশেনের দিকে বল ছুড়ে দিয়েছিলেন। যা সম্পূর্ণ ইচ্ছাকৃত ভাবে ছোড়া হয়েছিল।

Advertisement

এটা আইসিসির নিয়মবিরুদ্ধ। যে কারণে শাস্তি হতে পারে সিরাজের। জরিমানা করা হতে পারে তাঁকে। অস্ট্রেলিয়ার ইনিংসের ২৫তম ওভারে এক জন দর্শক প্রচুর বিয়ার গ্লাস নিয়ে যাচ্ছিলেন। যা ব্যাটসম্যানদের মনঃসংযোগ নষ্ট করে। লাবুশেন ব্যাট করছিলেন সেই সময়। তিনি স্বাভাবিক ভাবেই দাঁড়িয়ে যান। সিরাজকে দাঁড়াতে বলেন। তাতেই রেগে যান ভারতীয় পেসার। তিনি লাবুশেনের দিকের উইকেটে বল ছুড়ে দেন। আইসিসির নিয়ম অনুযায়ী এমনটা করলে শাস্তি পেতে হবে। প্রথম দিনে উইকেট না পেলেও দ্বিতীয় দিনে উইকেট নেন সিরাজ। অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারেকে আউট করেন তিনি। দ্বিতীয় দিনে হেডকে আউট করার পর তাঁকে কটূক্তি করেন সিরাজ। পাল্টা কিছু বলতে দেখা যায় অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানকেও। হেড মাঠ ছেড়ে চলে যাওয়ার পর মাঠের আম্পায়ারেরা সিরাজকে ডেকে কিছু বলেন। মনে করা হচ্ছে তাঁকে সতর্ক করে দেন আম্পায়াররা। এখন দেখার বিষয় আম্পায়ার রিপোর্টে কি লেখা হয়।

Advertisement

Advertisement