• facebook
  • twitter
Friday, 5 December, 2025

হাসপাতালে ভর্তি মারাদোনা

শুক্রবার জন্মদিনের পার্টিতে নিজের হাতে কেক কাটেন আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। কিন্তু অসুস্থবােধ করায় সােমবারই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

দিয়েগো মারাদোনা (File Photo IANS)

হাসপাতালে ভর্তি দিয়াগাে মারাদোনা। ষাটতম জন্মদিনের পার্টির পরেই অসুস্থবােধ করায় হাসপাতালে ভর্তি মারাদোনা। শুক্রবার জন্মদিনের পার্টিতে নিজের হাতে কেক কাটেন আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। কিন্তু অসুস্থবােধ করায় সােমবারই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

তবে তার ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন , এটি কোনও গুরুতর পরিস্থিতি নয়। এবং আমরা জরুরি অবস্থার জন্য এখানে আসিনি। তার শারীরিক অবস্থা বেশ কয়েকদিন ধরেই ভালাে যাচ্ছে না।

Advertisement

এছাড়াও তিনি মানসিকভাবেও যথেষ্ট চাপে রয়েছেন। যার প্রভাব পড়েছে তার শরীরে এটি এমন একটি সময় তাকে আমাদের সহায়তা করা উচিত। উল্লেখ্য গত বছর মারাদোনা পাকস্থলীতে অভ্যন্তরীণ রক্তক্ষরণের জন্য হাসাপাতেল ভর্তি হয়েছিলেন।

Advertisement

Advertisement