অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রবিবার প্রথম একদিনের ম্যাচে ভারত খেলতে নামছে। এই ম্যাচের দিকে সবার নজর থাকবে ভারতের দুই ক্রিকেট তারকা বিরাট কোহলি ও রোহিত শর্মার দিকে। দীর্ঘ সাতমাস বাদে এই দুই ক্রিকেটার ভারতের হয়ে খেলতে নামবে বিদেশের মাটিতে। কিন্তু রোহিত ও কোহলিকে খেলতে হবে ভারতের তরুণ অধিনায়ক শুভমন গিলের নেতৃত্বে। সেই কারণেই অভিজ্ঞতা ও তরুণ অধিনায়কের ভাবনাকে কীভাবে মাঠে দেখতে পাওয়া যাবে, সেটাই সবচেয়ে বড় ব্যাপার। বিশেষ করে ভারতের ক্রিকেটপ্রেমীরা অপেক্ষা করছেন এই দুই তারকা ক্রিকেটারের অবস্থান কী হবে? বিরাট-রোহিতের কাছেও বড় চ্যালেঞ্জ থাকবে এখানকার উইকেটে নিজেদের কীভাবে প্রকাশ করবেন। সেই কারণে এই দুই ক্রিকেটার নিজেদের উপরে আস্থা রেখেই উইকেটে দাঁড়াবেন বলে মনে করা হচ্ছে। তবে একটু চাপেও থাকবেন অধিনায়ক শুভমন গিল। যদি দেখা যায় কোনওরকমভাবে দল পরিচালনায় তাঁর ত্রুটি রয়েছে, সেক্ষেত্রে তিনি সমালোচিত হবেন। আশা করা যায়, চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই এই দুই ক্রিকেটারের প্রতি যে উন্মাদনার পারত চড়চড় করে বাড়ছে, তাতে খেলার মাত্রা অনেকটাই বদলে যাবে বলে মনে করা হচ্ছে।
এদিকে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, রবিবার পার্থে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ম্যাচের দিন সকাল থেকেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আর এই বৃষ্টি সারাদিন হতে পারে বলে জানানো হয়েছে। তবে বৃষ্টি না হলে অবশ্য পার্থের উইকেটে ভারতীয় দলের খেলোয়াড়রা আগ্রাসী ভূমিকা নিয়ে একদিনের ক্রিকেট ম্যাচকে দুরন্ত জায়গায় পৌঁছে দেবেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
Advertisement
স্বাভাবিকভাবেই, এই ম্যাচে টস একটা গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে দুই দলের অধিনায়কের কাছে। পার্থের যে পিচে খেলা হবে, তাতে যথেষ্ট গতি রয়েছে। বিশেষত, প্রথম ইনিংসে জোরে বোলাররা এই পিচ থেকে বেশি সুবিধা পায়। এছাড়াও, বেশ ভালো বাউন্সও রয়েছে, যা সামলানো যথেষ্ট কঠিন হয়ে পরে ব্যাটসম্যানদের জন্য। এখনও অবধি এই পিচে মোট তিনটি একদিনের ম্যাচ হয়েছে। তার মধ্যে, আগে ব্যাট করা দল ম্যাচ জিতেছে দু’বার। যদিও, এই পরিসংখ্যান নিয়ে বিশেষ ভাবতে রাজি নয় দুই দলই।
Advertisement
এদিকে জানা গিয়েছে, ভারত-অস্ট্রেলিয়া প্রথম ম্যাচের পিচেও খুব একটা বদল হবে না। ২২ গজে হালকা ঘাসও থাকার সম্ভাবনা রয়েছে। তার ওপর মেঘলা আবহাওয়া যথেষ্ট চাপে ফেলতে পারে ভারতীয় ব্যাটসম্যানদের। বিশেষত, কিছুদিন আগেই ঘরের মাঠে স্পিন সহায়ক উইকেটে খেলেছেন অধিনায়ক শুভমন গিল’রা। ফলে, ম্যাচের আগে পিচের গতি ও বাউন্স নিয়ে আলাদাভাবে সতর্ক থাকতে হবে কোচ গৌতম গম্ভীরের ভারতীয় দলকে। এটা মনে রাখতে হবে, ঐতিহ্যগতভাবে এখানকার উইকেট সবসময় দ্রুততম বোলারদের স্বর্গরাজ্য। সেই কারণেই এখানকার গতি ও বাউন্স ব্যাটসম্যানদের সমস্যায় ফেলে দিতে পারে। এখানে প্রথম ইনিংসে গড় রান ১৮৩। সেখানে ১৫৩ রান তাড়া করে জিতেছে কোনও দল। সেই কারণেই ব্যাটসম্যানদের সতর্ক থাকতে হবে পার্থের এই উইকেটে।
ভারতীয় দলের সম্ভাব্য একাদশ: শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, অক্ষর প্যাটেল, নীতীশকুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ ও আর্শদীপ সিং।
Advertisement



