• facebook
  • twitter
Monday, 16 June, 2025

বেঙ্গালুরুকে হারিয়ে মধুর প্রতিশোধ নিতে চায় কলকাতা

কলকাতার অধিনায়ক রাহানে অবশ্যই চেষ্টা করবেন বেঙ্গালুরুর মাঠে জয় তুলে নিতে। অবশ্য সব দলই এক সপ্তাহেরও বেশি সময় পেয়েছিল বিশ্রামের।

প্রতিনিধিত্বমূলক চিত্র

বন্ধ থাকা আইপিএলের ম্যাচ শনিবার থেকে আবার শুরু হচ্ছে। ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হচ্ছে কলকাতা নাইটরাইডার্সের বিরুদ্ধে। এই ম্যাচে সবচেয়ে বড় আকর্ষণ বিরাট কোহলি। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেই প্রথম মাঠে নামছেন বিরাট কোহলি বেঙ্গালুরুর হয়ে। তাই স্বাভাবিকভাবে কোহলির আবেগকে ধরে রাখতে দর্শকরা অবশ্যই ভিড় করবেন। আর এদিন বেঙ্গালুরু যদি কলকাতাকে হারিয়ে দিতে পারে, তাহলেই প্লে-অফ ম্যাচ খেলার ছাড়পত্র পাকা হয়ে যাবে। অন্যদিকে কলকাতার কাছে চ্যালেঞ্জ প্রতিশোধ নেওয়ার। কলকাতায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু ও নাইটরাইডার্স। সেই ম্যাচে প্রচুর দর্শক মাঠে হাজির ছিলেন। সবাই আশা করেছিলেন গতবারের চ্যাম্পিয়ন কলকাতা দুরন্ত ক্রিকেট খেলবে এবং জয়ের উল্লাসে ইডেন উদ্যান কেঁপে উঠবে। কিন্তু দর্শকদের সেই আশা সার্থক হয়নি।

বেঙ্গালুরুর কাছে হেরে গিয়ে মাঠ ছাড়তে হয়েছিল অজিঙ্কা রাহানেদের। তাই কলকাতার অধিনায়ক রাহানে অবশ্যই চেষ্টা করবেন বেঙ্গালুরুর মাঠে জয় তুলে নিতে। অবশ্য সব দলই এক সপ্তাহেরও বেশি সময় পেয়েছিল বিশ্রামের। সেটাও দেখতে হবে দলের খেলোয়াড়রা কীভাবে মোকাবিলা করে একে অপরের বিরুদ্ধে। আবার কলকাতা দলের কাছে প্লে-অফ খেলার ক্ষীণ আশা থাকলেও দলের খেলোয়াড়রা কীভাবে চ্যালেঞ্জ ছুঁড়ে দেবেন, সেটাও কিন্তু বড় করে দেখা দেবে। কলকাতার অধিনায়ক অজিঙ্কা রাহানে মনে করছেন এই খেলাটি এমন স্তরে পৌঁছে যাবে, যা দর্শকরা দারুণভাবে উপভোগ করতে পারবেন। দলের অন্যতম ক্রিকেটার সুনীল নারাইন ও গুরবাজ প্রস্তুত রয়েছেন সেরা খেলা খেলার জন্য। আবার আন্দ্রে রাসেল ও রিঙ্কু সিংরা ভালো ফর্মে ফিরে এসেছেন। যদি ঠিকমতো বেঙ্গালুরর বোলারদের মোকাবিলা করতে পারেন, সেক্ষেত্রে কলকাতা দলের স্কোরবোর্ডটা উজ্জ্বল হতে পারে। অন্যদিকে বেঙ্গালুরুর সবচেয়ে বড় ভরসা বিরাট কোহলি। বিরাটও চাইবেন বড় রান করে কলকাতাকে হারিয়ে প্লে-অফ ম্যাচ খেলার পথকে প্রশস্ত করার। কলকাতার বোলারদের মধ্যে বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা ও আন্দ্রে রাসেলরা অঘটন ঘটাতে পারেন কিনা, সেটাও দেখার বিষয়।

অন্যদিকে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে বেঙ্গালুরুতে বৃষ্টির সম্ভাবনা প্রবল। কোনও কোনও সময় বৃষ্টি কমলেও ধারাবাহিকভাবে বৃষ্টি হতে পারে বলে বলা হয়েছে। যদি বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে কেকেআর শিবিরের দুঃশ্চিন্তা বড় করে দেখা দেবে। খেলা না হলে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা দলের প্লে-অফ ম্যাচ খেলার কোনও সম্ভাবনাই থাকবে না। আবার বলা হয়েছে, যদি ৪০ ওভারের খেলা নিয়ে সংশয় তৈরি হয় সেক্ষেত্রে নিয়ম অনুসারে পাঁচ ওভার করে দু’টি ইনিংস না হলে টি-টোয়েন্টি ম্যাচ গণ্য হয় না। বৃষ্টি থামার পরে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে খেলা শুরু করার ব্যবস্থা রয়েছে বেঙ্গালুরুতে। তাই বৃষ্টি হলেও ফলাফল হওয়া অসম্ভব নয়।