• facebook
  • twitter
Sunday, 28 December, 2025

টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বসেরা অধিনায়ক ভারতের হরমনপ্রীত

শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত ফর্ম অব্যাহত দীপ্তি শর্মার। টি-টোয়েন্টিতে বিশ্বের সেরা বোলার ১৮ রান দিয়ে ৩ উইকেট তোলেন।

একদিনের বিশ্বকাপের পর টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় মহিলা দলের হ্যাটট্রিকে শ্রীলঙ্কাকে পিছনে ফেলে সিরিজ তুলে নিয়েছে ভারত। বিশ্ব ক্রিকেটে মেয়েদের জয়যাত্রা এখনও অব্যাহত। তৃতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ পকেটে ভরেছে ভারতীয় দল। আর সেখানে নয়া রেকর্ড গড়েছেন অধিনায়ক হরমনপ্রীত কৌর । টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে জয়ের নজিরে তিনি এখন সিংহাসনে। মহিলাদের ক্রিকেট তো বটেই, পুরুষদের ক্রিকেটেই এই রেকর্ড কোনও খেলোয়াড়ের নেই।

ভারতকে ১৩০টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন হরমনপ্রীত। তার মধ্যে ৭৭টি ম্যাচে জিতেছেন। মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে এখন সবচেয়ে বেশি টি-টোয়েন্টি জয়ের নজির হরমনপ্রীতের নামেই। যে রেকর্ড এতদিন ছিল ছিল অস্ট্রেলিয়ার অধিনায়ক লেগ ল্যানিংয়ের। তিনি ১০০টি ম্যাচে জিতেছিলেন ৭৬টি ম্যাচ।

Advertisement

পাশাপাশি চারবার টি-টোয়েন্টি বিশ্বকাপও তুলে নিয়েছেন। ভারতের ঝুলিতে এখনও টি-টোয়েন্টি বিশ্বকাপ আসেনি। কিন্তু হরমনপ্রীতের নেতৃত্বে ভারতীয় দল যেভাবে খেলছে, তাতে একদিনের বিশ্বকাপের পর টি-টোয়েন্টি জয়ের ব্যাপারেও আশায় স্বপ্ন দেখছে ভারত। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত ফর্ম অব্যাহত দীপ্তি শর্মার। টি-টোয়েন্টিতে বিশ্বের সেরা বোলার ১৮ রান দিয়ে ৩ উইকেট তোলেন। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর উইকেট সংখ্যা দাঁড়াল ৩৩৩। ছাপিয়ে গেলেন অস্ট্রেলিয়ার এলসি পেরিকে। তাঁর উইকেট সংখ্যা ৩৩১।
এই মুহূর্তে সব ফরম্যাট মিলিয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারী দীপ্তি। শীর্ষে ঝুলন গোস্বামী। তাঁর উইকেট সংখ্যা ৩৫৫।

Advertisement

Advertisement