• facebook
  • twitter
Thursday, 14 August, 2025

ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর অনিশ্চিত

এখনও পর্যন্ত যা খবর, বাংলাদেশে নাও খেলতে যেতে পারে ভারতীয় দল। সেখানে তিনটি একদিনের, ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল দুই দেশের মধ্যে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

তাহলে কি বাংলাদেশ সফরে ভারতীয় ক্রিকেট দলের আসন্ন সীমিত ওভারের সিরিজ বাতিল হতে চলেছে? আগামী আগস্ট মাসে বাংলাদেশে খেলার কথা ছিল ভারতীয় দলের। বিসিসিআই ইতিমধ্যেই সেই সফরের ক্রীড়াসূচি প্রকাশ করে দিয়েছে। কিন্তু বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সেইখানে ভারতীয় দলের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

অবশ্য আগামী সেপ্টেম্বর মাসে এশিয়া কাপ ক্রিকেট শুরু হচ্ছে। তার জন্য এই বাংলাদেশ সফরকে প্রস্তুতি হিসেবে চিহ্নিত করা হয়েছিল। ১৭ আগস্ট মীরপুরে ভারত ও বাংলাদেশের প্রথম একদিনের ম্যাচ শুরু হওয়ার কথা। পরবর্তী দু’টি ম্যাচের দিন নির্দিষ্ট করা হয়েছিল ২৯ ও ৩১ আগস্ট।

এই মুহূর্তে কাশ্মীরের পহেলগামে জঙ্গি হানার পরে ভারতের বেশ কিছু জায়গায় সতর্ক করা হয়েছে। পাকিস্তানের সঙ্গে ভারতীয় দলের রাজনৈতিক বন্ধুত্ব একেবারে তলানিতে রয়েছে। বাংলাদেশ কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানকেই সমর্থন করেছে। অনেকেই বলছেন, যুদ্ধের দামামা বেজে উঠেছে। আর বাংলাদেশ উস্কানি দিয়ে পাকিস্তানের পাশে রয়েছে। তবে এখনও পর্যন্ত যা খবর, বাংলাদেশে নাও খেলতে যেতে পারে ভারতীয় দল। সেখানে তিনটি একদিনের, ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল দুই দেশের মধ্যে।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বিসিসিআই ভারতীয় দলকে না পাঠানো নিয়ে আলোচনা তুঙ্গে রয়েছে। আগেই ঘোষণা করা হয়েছে, পাকিস্তানের সঙ্গে কোনওভাবেই কোনও খেলায় অংশ নেবে না ভারত। অন্যসূত্রে জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বর্তমান পরিস্থিতিতে ভারতের মাটিতে এশিয়া কাপ ক্রিকেটে প্রতিবেশী দেশগুলিকে খেলতে নাও দিতে পারে। তাই আগস্ট মাসে বাংলাদেশ সফর নিয়ে বেশ কিছু নিরাপত্তার প্রশ্ন উঠেছে।

News Hub