• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ফিফা র‍্যাঙ্কিংয়ে আরও নামলো ভারত

ভারতের বিরুদ্ধে জিতে ক্রমতালিকায় অনেকটাই উন্নতি ঘটাল বাংলাদেশ। শেষ ৯ বছরের মধ্যে এটাই সর্বোচ্চ র‍্যাঙ্কিং তাদের। তিন ধাপ এগিয়ে ১৮০ নম্বরে উঠে এসেছে হামজা চৌধুরী'রা।

প্রতিনিধিত্বমূলক চিত্র

মঙ্গলবার এএফসি এশিয়ান কাপের ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে ০-১ গোলে হেরেছে ভারতীয় ফুটবল দল। যার প্রভাব পড়ল সদ্য প্রকাশিত ফিফা ক্রমতালিকায়। আরও ছ’ধাপ নেমে গেলেন আনোয়ার, মহেশ, বিক্রম প্রধানরা। বর্তমানে ১৪২ নম্বরে রয়েছে তারা। এই নপ্রসঙ্গে বলা যায়, দীর্ঘ ২২ বছর পর বাংলাদেশের কাছে হেরেছে খালিদ জামিলের দল। যোগ্যতা অর্জন পর্বের পাঁচটি ম্যাচের মধ্যে একটিতেও জিততে পারেনি তারা। কোচ বদলালেও দলের খেলায় কোনও বদল আসেনি। আগেই ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরে এশিয়ান কাপের মূলপর্বের লড়াই থেকে ছিটকে গিয়েছিল ভারত। ফলে, ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটি ছিল কার্যত নিয়মরক্ষার। সেই ম্যাচেও ১২ মিনিট নাগাদ খেলার গতির বিপরীতে গিয়ে বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করে যান মোরসালিন। পুরো ম্যাচ জুড়ে যা আর শোধ করতে পারেননি ভারতীয় দলের ফুটবলাররা।

এদিকে, ভারতের বিরুদ্ধে জিতে ক্রমতালিকায় অনেকটাই উন্নতি ঘটাল বাংলাদেশ। শেষ ৯ বছরের মধ্যে এটাই সর্বোচ্চ র‍্যাঙ্কিং তাদের। তিন ধাপ এগিয়ে ১৮০ নম্বরে উঠে এসেছে হামজা চৌধুরী’রা। অন্যদিকে, সদ্য প্রকাশিত এই তালিকায় নিজেদের শীর্ষস্থান বজায় রেখেছে স্পেন।

Advertisement

এছাড়াও, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান ধরে রেখেছে আর্জেন্তিনা, ফ্রান্স ও ইংল্যান্ড। দু’ধাপ ওপরে উঠে বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে ব্রাজিল। শেষ দু’টি প্রীতি ম্যাচে ভালো খেলার পুরস্কারস্বরূপ ক্রমতালিকায় এই উন্নতি ঘটেছে তাদের। তবে, এক ধাপ করে নেমে গিয়েছে পর্তুগাল ও নেদারল্যান্ডস।

Advertisement

Advertisement