• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ভারত প্রথম দিন থেকেই ওয়েস্ট ইন্ডিজকে শাসন করে চালকের আসনে

যশস্বীর অপরাজিত শতরান

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভারতে সফররত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে কোনও পাত্তাই দিচ্ছে না অধিনায়ক শুভমন গিল ব্রিগেড। প্রথম টেস্টে যেভাবে তাদের বিরুদ্ধে ছেলেখেলা করে দ্বিতীয় ইনিংসে ভারতকে খেলতেই হল না, তা অবশ্যই বাহবা করতে হবে। অনেকে ভেবেছিলেন প্রথম টেস্টে হয়তো সফররত দলটি নিজেদের গুছিয়ে নিতে পারেনি বলে ভারতের কাছে হার স্বীকার করে। তাই দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজ দল ঘুরে দাঁড়াবে, এমন একটা মনোভাব ক্রিকেট ভক্তদের কাছে উঁকি দিয়েছিল। কিন্তু ভারতীয় দল দ্বিতীয় টেস্টে খেলতে নেমে প্রথম দিনেই বুঝিয়ে দিল তারা আবার ইনিংস জয়ের পথে এগিয়ে যেতে চায়। টসে জিতে প্রথমেই ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক শুভমন গিল। ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে শুভমন প্রথম টসে জিতলেন। টসে জেতার পরে দেখা গেল কোচ গৌতম গম্ভীর ও সতীর্থদের উদ্দেশ্যে হাত ছুঁড়ে দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন শুভমনকে।

খেলার শুরু থেকেই ভারতীয় দল আগ্রাসী ভূমিকা নিয়ে খেলতে থাকে। প্রথম টেস্টের মতো দিল্লির মাঠে প্রথম দিনেই ভারতের ব্যাটসম্যানদের দাপট দেখতে পাওয়া গিয়েছে। ওপেনার যশস্বী জয়সওয়াল ১৭৩ রান করে এখনও উইকেটে রয়েছেন। তবে অল্পের জন্য শতরান থেকে বঞ্চিত হলেন সাই সুদর্শন। অবশ্য তিনি তিন নম্বরে মাঠে নেমে বড় রানের অঙ্ক করলেন। অবশ্য এই মাঠে সৌরভ গাঙ্গুলি শতরান করেন তিননম্বর ব্যাটসম্যান হিসেবে খেলতে নেমে। সৌরভের মতো সুদর্শনও বাঁ-হাতে ব্যাট করেন। দিনের শেষে ভারতীয় দল ২ উইকেট হারিয়ে ৩১৮ রান করেছে। উইকেটে যশস্বীর সঙ্গে রয়েছেন শুভমন গিল ২০ রান নিয়ে।

Advertisement

স্বাভাবিকভাবে ভারতের স্কোরবোর্ডে এই রান দেখলেই স্পষ্ট বোঝা যাচ্ছে, ওয়েস্ট ইন্ডিজের বোলারদের কোনও ভূমিকাই নেই। যেমন খুশি খেলেছেন ভারতের ব্যাটসম্যানরা। ভারতের হয়ে ওপেনার হিসেবে যশস্বী জয়সওয়ালের সঙ্গে সঙ্গী হন লোকেশ রাহুল। যেহেতু নতুন বলে খেলতে হবে, তাই প্রথম দু-তিনটি ওভার অত্যন্ত সতর্ক হয়ে খেলতে থাকেন এই দুই ব্যাটসম্যান। প্রথম ঘণ্টা শেষ হতেই হাত খুলে খেলতে থাকেন লোকেশ রাহুল। এমনকি তিনি স্পিনারদের বলও ছক্কা মারতে কুণ্ঠা বোধ করেননি। তবে বেশি সাহসী ভূমিকা নিতে গিয়ে লোকেশ রাহুল আউট হয়ে যান। লোকেশ ৩৮ রানে জোমেল ওয়ারিক্যানের বলে আবার ছক্কা মারতে গিয়ে ক্যাচ তুলে দেন টেভিনের হাতে। ভারতের প্রথম উইকেটটি পড়ে ৫৮ রানের মাথায়। রাহুল খেলেছেন ৫৪টি বল। দ্বিতীয় উইকেটের জুটিতে খেলতে আসেন যশস্বীর পাশে সাই সুদর্শন। অবশ্য টেস্ট ক্রিকেটে সুদর্শন সেইভাবে নজর কাড়তে পারছিলেন না। নিজের ছন্দ হারিয়ে ফেলেছিলেন। তাই সমালোচকদের কাছে বার বার তিনি নজরে আসছিলেন। কিন্তু সেই সমালোচনার জবাব দিলেন সাই সুদর্শন। অর্ধ শতরান করেন তিনি সাবলীলভাবে খেলে। কোনও সময় জোরে শট নেবার ভাবনা করেননি। চার মারার চেষ্টায় সুদর্শন সবসময়ই সতর্ক ছিলেন।

Advertisement

মধ্যাহ্নভোজের পরে ভারতীয় দলের ক্রিকেটাররা দ্রুতগতিতে রান তোলার খেলায় মেতে ওঠে। বিশেষ করে যশস্বী জয়সওয়াল যেভাবে ব্যাটে ঝড় তুলেছিলেন, তাতেই স্পষ্ট হয়ে গিয়েছিল শতরানের লক্ষ্যে পৌঁছে যাবেন। লক্ষ্য সফল হল ১৪৮ বলে যশস্বী শতরান পূর্ণ করেন। টেস্ট ক্রিকেটে এটা তাঁর সপ্তম শতরান। যশস্বীর পাশে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন সঙ্গী সাই সুদর্শন। হয়তো শতরান করার একটা চেষ্টা থাকলেও হঠাৎই জোমেল ওয়ারিক্যানের বলে এলবিডব্লু হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। মাত্র ১৩ রানের জন্য শতরান থেকে দূরে থাকলেন। ৮৭ রানের মাথায় তিনি আউট হন। কিন্তু কোনওভাবেই যশস্বী জয়সওয়ালকে থামানো যায়নি। প্রতিপক্ষ দলের বোলারদের কোনওভাবেই জায়গা দেননি তিনি। শেষ পর্যন্ত প্রথম দিনের ইনিংস শেষ হয় ভারতের ২ উইকেটে ৩১৮ রানে। যশস্বী খেলছেন ১৭৩ রানে। উইকেটে রয়েছেন অধিনায়ক শুভমন গিল ২০ রানে। দ্বিতীয় দিনের শুরু থেকেই যশস্বী জয়সওয়াল চেষ্টা করবেন দ্বিশতরান করার লক্ষ্যে। তিনি যেভাবে ভয়হীনভাবে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের সঙ্গে মোকাবিলা করে চলেছেন, তাতে তাঁর দ্বিশতরান পাওয়াটা কোনও সন্দেহ উঁকি দিতে পারবে না। তবে ক্রিকেট খেলায় আগাম ভাবনা নিয়ে দৌড়ানো যায় না।
মাঠেই প্রমাণ হবে খেলোয়াড়দের ভূমিকা কীভাবে দেখা দেয়। প্রথম দিন থেকেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চালকের আসনে ভারত।

Advertisement