অবশেষে ভারতের জার্সিতে এবার খেলতে দেখা যাবে ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়দের। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বাংলাদেশ ম্যাচেই হয়তো ভারতের জার্সিতে খেলতে দেখা যেতে পারে ভারতীয় বংশোদ্ভূত দুই ফুটবলার অবনীত ভারতী ও রায়ান উইলিয়ামস। ইতিমধ্যেই ভারতীয় পাসপোর্ট পেয়ে গিয়েছেন বেঙ্গালুরু এফসি’তে খেলা স্ট্রাইকার রায়ান।
অন্যদিকে, ২০১৯-২০ মরশুমে আইএসএল-এ কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলে গিয়েছিলেন নেপালের ফুটবলার অবনীত ভারতী। মূলত, সেন্টার ব্যাক হিসেবে খেলা অবনীত বর্তমানে বলিভিয়ার শীর্ষ স্থানীয় ক্লাব অ্যাকাডেমিয়া ডেল বলোমপি বলিভিয়ানোতে খেলেন। এর আগে তিনি আর্জেন্টিনার সোল ডি মায়োতেও খেলেছিলেন।
Advertisement
বিষয়টি নিয়ে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে জানান, কিছুদিন আগেই ভারতের জার্সি গায়ে খেলার ইচ্ছাপ্রকাশ করেছিলেন রায়ান উইলিয়ামস। তারপর থেকেই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা শুরু করে তারা। অবশেষে দীর্ঘ ছ’মাস বাদে তা সম্ভব হল। এজন্য, ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য এবং তাঁর মন্ত্রককে বিশেষ কৃতিত্বও দেন ফেডারেশন সভাপতি কল্যাণ। এদিকে জানা গিয়েছে, চূড়ান্ত আন্তর্জাতিক ছাড়পত্রের অপেক্ষায় রয়েছেন উইলিয়ামস। তবে, দ্রুতই ভারতীয় শিবিরে যোগ দেবেন অবনীত।
Advertisement
এই প্রসঙ্গে বলা যায়, বুধবার খালিদ জামিলের ঘোষিত প্রাথমিক দলে এই দুই ফুটবলারের নাম ছিল না। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আসন্ন বাংলাদেশ ম্যাচে কি খেলতে দেখা যাবে এই দুই ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারকে? বিষয়টি নিয়ে ফেডারেশন সভাপতি জানান, বেঙ্গালুরুর জাতীয় শিবিরে প্রত্যাশা পূরণ করতে পারলে তাঁরা অবশ্যই ঢাকা যাবেন। কিন্তু, সেই ম্যাচে তাঁরা ভারতের জার্সি গায়ে মাঠে নামবেন কি না সেই সিদ্ধান্ত নেবেন কোচ খালিদ জামিল। এদিকে, বৃহস্পতিবার থেকে বেঙ্গালুরুতে শুরু হয়ে গিয়েছে জাতীয় দলের শিবির।
Advertisement



