• facebook
  • twitter
Wednesday, 15 January, 2025

কম ওভার বল করায় শাস্তি পেলেন হরমনপ্রীতরা

অস্ট্রেলিয়ার মহিলা দলের কাছে ০-৩ ব্যবধানে এক দিনের সিরিজ হেরেছেন হরমনপ্রীত কৌরেরা। এই হারের পর শাস্তিও পেতে হল ভারতের মহিলা ক্রিকেট দলকে।

ভারতীয় মহিলা ক্রিকেট দল যেভাবে অস্ট্রেলিয়ার কাছে একদিনের ম্যাচে হার স্বীকার করেছে তা মেনে নেওয়া সম্ভব নয়। অবশ্য তখন ভারতীয় পুরুষ দলও ব্রিসবেনের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলছিল। পুরুষ দলও দ্বিতীয় টেস্ট ম্যাচে হার স্বীকার করে। কিন্তু মহিলাদের ক্রিকেটে দ্বিতীয় এক দিনের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ১২২ রানে হারে হরমনপ্রীতেরা। সেই ম্যাচের জন্যই আইসিসির কাছে শাস্তি পেতে হল ভারতের মহিলা ক্রিকেট দলকে।

অস্ট্রেলিয়ার মহিলা দলের কাছে ০-৩ ব্যবধানে এক দিনের সিরিজ হেরেছেন হরমনপ্রীত কৌরেরা। এই হারের পর শাস্তিও পেতে হল ভারতের মহিলা ক্রিকেট দলকে। ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা হল।

দ্বিতীয় এক দিনের ম্যাচে নির্দিষ্ট সময়ের মধ্যে বোলিং শেষ করতে পারেননি ভারতীয় দল। ২ ওভার কম বল করেছিল ভারতীয় দল। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আদর্শ আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, সময়ের মধ্যে প্রতি ওভার কম বল করার জন্য ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা হয়। সেই হিসাবে হরমনপ্রীতদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। আম্পায়ারদের রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছেন ম্যাচ রেফারি ডেভিড গিলবার্ট। আইসিসি বিবৃতিতে জানিয়েছে, ‘‘ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর তাঁদের ভুল স্বীকার করে নিয়েছেন এবং নিয়ম অনুযায়ী শাস্তি মেনে নিয়েছেন।’’ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ম্যাচেও জিততে পারেনি ভারতীয় মহিলা দল।