• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দল ঘোষণা ভারতের

আসন্ন এএফসি মহিলা এশিয়ান কাপের জন্য উদ্যোক্তাকারী দেশ ভারত তেইশজনের দল ঘোষণা করল। ঢাকায় অনুষ্ঠিত সাফ প্রতিযোগিতায় ভারতের মেয়েরা রানার্সআপ হয়েছিল।

প্রতিকি ছবি (Photo: iStock)

আসন্ন এএফসি মহিলা এশিয়ান কাপের জন্য উদ্যোক্তাকারী দেশ ভারত তেইশজনের দল ঘোষণা করল মঙ্গলবার। গত মাসে অনুষ্ঠিত ঢাকায় অনুষ্ঠিত সাফ প্রতিযোগিতায় ভারতের মেয়েরা রানার্সআপ হয়েছিল। এবারে ওই দলের চারজন তরুণীকে সুযোগ করে দেওয়া হয়েছে জাতীয় দলে।

তবে এআইএফএফ-র (অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন) পক্ষ থেকে এখনও দলের অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি। ধরে নেওয়া হচ্ছে দলের অধিনায়কের দায়িত্ব পেতে পারেন অভিগ্ধ আশালতী দেবী।

Advertisement

ঘোষিত দলটি হল: গোলকিপার: অদিতি চৌহান, মাইবাম দেবী, সৌমিয়া নারায়ণস্বামী। ডিফেন্ডার: ডালিমা চিবার, সুইটি দেবী, রীতু রানি, আশালতা দেবী, মণীষা পান্না, হেমম সিল্কি দেবী ও সঞ্জু যাদব। মিডফিল্ডার: কমলা দেবী, অঞ্জু তামাং, কার্তিকা, এন. রত্নাবলা দেবী, নারোম দেবী ও ইন্দুমতী। ফরোয়ার্ড মনীষা কল্যাণ, গ্রেস ডাঙমেই, প্রায়রি এক্সা, রেনু, সুমতি কুমারি, সন্ধিয়া রঙ্গনাথন ও এম. বালামুরহান।

Advertisement

Advertisement