এশিয়া কাপ ক্রিকেটে সুপার ফোরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে সেই ভারত ও পাকিস্তান। গ্রুপ শীর্ষে পৌঁছে গিয়ে ভারত অবশ্যই আত্মবিশ্বাসে ভরপুর। নিঃসন্দেহে অধিনায়ক সূর্যকুমার যাদবের বড় চ্যালেঞ্জ পাকিস্তানের বিরুদ্ধে কীভাবে জয় তুলে আনা যায়। সে বুদ্ধিমত্তায় হোক বা কৌশলগতভাবে প্রতিপক্ষকে পিছনে ফেলে দিয়ে বাজিমাত করাটাই পাখির চোখ। ভারতীয় দলের ক্রিকেটাররা অবশ্যই সচেতন রয়েছেন পাকিস্তানকে কীভাবে ঘায়েল করা যায়। সেই রণনীতি ইতিমধ্যেই তৈরি করে ফেলেছেন কোচ গৌতম গম্ভীর। যতই সমালোচনার ঝড় উঠুক না কেন, গ্রুপের প্রথম সাক্ষাৎকারে ম্যাচ আম্পায়ারের যুক্তি ও দু’দলের খেলোয়াড়দের মধ্যে করমর্দন নিয়ে। সবকিছুকে নস্যাৎ করে দিয়ে ভারতীয় দল খেলার শুরু থেকেই সবরকম চাপ সৃষ্টি করার একটা পরিকল্পনা থাকবে। পাকিস্তান দল হয়তো নিজেদের লড়াইয়ের মধ্যে রাখার একটা চেষ্টা করবে। সব দিক দিয়ে বলতে পারা যায়, ভারতীয় দলের রণকৌশলের কাছে কখনওই এগিয়ে থাকতে পারবে না পাকিস্তান। পাকিস্তান দলের অধিনায়ক যতই হুঙ্কার দিক না কেন, সেই হুঙ্কারে ভারতীয় দল পিছিয়ে থাকবে না।
পাকিস্তান দলের অধিনায়ক সলমন আঘা ও তাঁর সতীর্থ খেলোয়াড়রাও বলছেন, গ্রুপ পর্যায়ের খেলায় হয়তো কিছু ভুলত্রুটি ছিল ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে। সেই ভুলত্রুটি কিন্তু বার বার হবে না। ভারতের বিরুদ্ধে লড়াই কিন্তু এমন জায়গায় পৌঁছবে, তা কেউই ভাবতে পারছেন না। অধিনায়ক সলমন আঘা বলেন, আমরা ভালো করেই জানি, ভারতীয় দল অবশ্যই একটা মরণকামড় দেবে, এই ভাবনা আমাদের আছে। কিন্তু সেই আঘাত কীভাবে ফিরিয়ে দিতে হবে, সেটাও কিন্তু আমাদের জানা আছে। সেই কারণেই ভারতীয় দলের খেলোয়াড়রা হয়তো ভাবছেন, ম্যাচটা খুব সহজেই জিতে মাঠ ছাড়বেন, তা সম্ভব হবে না।
Advertisement
লড়াইটা কিন্তু মাঠেই হবে। কেউই বলতে পারবে না কোন দল এই খেলায় বাজিমাৎ করবে। নিঃসন্দেহে বলতে পারা যায়, ভারত ও পাকিস্তান যখনই মুখোমুখি হয়, ক্রিকেট মাঠে তখন সারা পৃথিবীর মানুষ তাকিয়ে থাকেন ফলাফলের দিকে। তাই প্রতিটি মুহূর্ত চরম উত্তেজনার মধ্য দিয়ে অতিবাহিত হয়। দুই দলের খেলোয়াড়রা তৈরি রয়েছেন একে অপরের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার জন্য। বিশেষ করে ভারতীয় দলের খেলোয়াড়রা অনেক বেশি এগিয়ে রয়েছেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। ভারতীয় দলের বিরুদ্ধে গত শুক্রবার গ্রুপের শেষ ম্যাচে দারুণ লড়াই করেছেন ওমানের খেলোয়াড়রা। একটা সময় মনে হয়েছিল জেতার জন্য মরিয়া ওমানের ক্রিকেটাররা। তা সামাল দিয়ে শেষ পর্যন্ত সূর্যকুমার যাদবরা জিতেছেন। সেই আত্মবিশ্বাসে একদিন বাদেই পাকিস্তানের বিরুদ্ধে লড়াইটা অন্যভাবে দেখতে হবে। ভারতীয় শিবিরে প্রত্যেক খেলোয়াড়রাই মুখিয়ে রয়েছেন পাকিস্তানকে কীভাবে পরাস্ত করা যায়।
Advertisement
এদিকে শনিবার অনুশীলনের সময় চোট পেয়েছেন ভারতের নির্ভরযোগ্য ক্রিকেটার অক্ষর প্যাটেল। ওমানের বিরুদ্ধে শুভমন গিল সেইভাবে নিজেকে প্রকাশ করতে পারেননি। তবে আশা করা যায়, পাকিস্তানের বিরুদ্ধে তিনি জ্বলে উঠবেন। অভিষেক শর্মার সঙ্গে তিনি ওপেনও করবেন বলে বিশ্বাস। অভিষেক ভালো ছন্দে রয়েছেন। পরপর তিনটি ম্যাচে তাঁর ব্যাট থেকে ভালো রান এসেছে। সঞ্জু স্যামসনকে অবশ্যই ভরসা করতে পারা যায়। তিনিও ভালো ফর্মে রয়েছেন। সূর্যকুমার যাদব ও শিবম দুবেকে আরও বেশি সচেতন হওয়ার কথা বলেছেন কোচ গৌতম গম্ভীর। হার্দিক পাণ্ডিয়া ও তিলক ভার্মার কাছে আশা করা যায় তাঁদের ব্যাট কথা বলবে। বোলার হিসেবে যশপ্রীত বুমরাকে আবার ফিরিয়ে আনা হবে ভারতীয় দলে পাকিস্তানের বিরুদ্ধে। আর্শদীপ সিংকে নিয়ে কোচ অবশ্যই চিন্তা করবেন, তাঁকে কি প্রথম একাদশে রাখা হবে কিনা। অক্ষর প্যাটেল চোট পাওয়াতে কিছুটা সমস্যা দেখা দিয়েছে ভারতীয় শিবিরে। কিন্তু ভারতীয় দলে রিজার্ভ বেঞ্চে যাঁরা রয়েছেন, তাঁরা প্রত্যেকেই ভালো খেলার জন্য তৈরি। সব মিলিয়ে বলতে পারা যায়, ভারতীয় দলের খেলোয়াড়দের একটাই কথা, ম্যাচ জিততে হবে। জয় হবে ভারতের।
Advertisement



