গোলকিপার কোচ হলেন সন্দীপ নন্দী

Written by SNS April 25, 2024 12:15 pm

অনুর্ধ্ব ১৯ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে রঞ্জন চৌধুরি

নিজস্ব প্রতিনিধি— কোচ রঞ্জন চৌধুরির মুকুটে এবারে নতুন পালক সংযোজন হল৷ তিনি অনুর্ধ্ব-১৯ ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন৷ রঞ্জন চৌধুরি কলকাতা ময়দানে দীর্ঘদিন দাপটের সঙ্গে কোচিং করিয়েছেন৷ এমনকি জাতীয় ফুটবলে বাংলা দলের কোচ হিসেবে তাঁর নাম প্রথম সারিতে প্রকাশ পেয়েছে৷ রঞ্জন চৌধুরির সঙ্গে গোলকিপার কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে বাংলার আর এক প্রাক্তন ফুটবলার সন্দীপ নন্দীকে৷ সন্দীপ নন্দী এই মুহূর্তে গোকুলামের গোলকিপার কোচ হিসেবে নিযুক্ত রয়েছেন৷

এখানে উল্লেখ করা যেতে পারে, প্রধান কোচ রঞ্জন ইস্টবেঙ্গল দলেও দীর্ঘদিন কোচিং করিয়েছেন৷ তারপরে মোহনবাগান দলের সহকারী কোচ হিসেবে যুক্তও ছিলেন৷ ভবানীপুরের কোচ হিসেবে রঞ্জন চৌধুরি খবরের শিরোনামে উঠে আসেন৷ পাশাপাশি কোচ কিবু ভিকুনার সহকারি কোচ হিসেবে দীর্ঘদিন সাফল্যের সঙ্গে কাজ করেছেন৷ সেই সময় মোহনবাগান আইলিগ চ্যাম্পিয়নও হয়েছিল৷ আবার ইস্টবেঙ্গলের আর্মান্দো কোলাসো ও ট্রেভর মরগ্যানের সঙ্গেও মর্যাদার সঙ্গে কাজ করে সুনাম অর্জন করেন৷ জাতীয় ফুটবলে তাঁর কোচিং সবার নজর কাড়ে৷ নিঃসন্দেহে কোচ হিসেবে তাঁর দক্ষতা নিয়ে কোনও কথা বলা যাবে না৷ ফুটবল ব্যাকরণে তাঁর যে জ্ঞান অবশ্যই প্রশংসা করতে হবে৷
অন্যদিকে গোলকিপার কোচ হিসেবে সন্দীপ নন্দীর নাম ঘোষণা হতেই তিনি মনে করেন, তাঁর কাছে এটা নতুন চ্যালেঞ্জ৷ কোচ রঞ্জন চৌধুরির সঙ্গে কাজ করতে তাঁর কোনও অসুবিধা হবে না, তা প্রকাশ করতে দ্বিধা করেননি৷ আসিয়ান কাপ জয়ী ইস্টবেঙ্গল দলের হয়ে তিনি গোলকিপিং করেছেন৷ আই লিগের পাশাপাশি আইএসএলেও গোলকিপার হিসেবে সন্দীপ নন্দীর নাম সবার মুখে মুখে এখনও ঘোরে৷ বর্ধমানের ছেলে সন্দীপ বর্তমানে গোকুলামের গোলরক্ষক কোচ হিসেবে বিশেষভাবে নজর কেড়ে নিয়েছেন৷ তাই এবারে জাতীয় দলের গোলকিপার কোচ হিসেবে তাঁর কোনও অসুবিধা হবে না, এমনই ধারণা প্রকাশ করেছেন সন্দীপ নন্দী৷ এটাও তিনি বিশ্বাস করেন, গোলকিপার কোচ হিসেবে জাতীয় দলে কাজ করাটা একটা বড় প্রাপ্তি৷

কিছুদিন আগেই সারা ভারত ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছিল অনুর্ধ্ব ১৯ ভারতীয় দলের প্রধান কোচ ও গোলকিপার কোচ নিযুক্ত করা হবে৷ সেই বিজ্ঞাপন প্রকাশ হওয়ার পরে এঁরা প্রত্যেকেই আবেদন করেছিলেন৷ বুধবার সেই আবেদনের ভিত্তিতেই বাছাই করা হয়েছে প্রধান কোচ হিসেবে রঞ্জন চৌধুরিকে এবং গোলকিপার কোচ হয়েছেন সন্দীপ নন্দী৷ ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে একথা ঘোষণা করেন৷

এদিকে, রঞ্জন চৌধুরি জানিয়েছেন, অবশ্যই ভালো লাগছে ভারতীয় দলকে কোচিং করার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে৷ এটা একটা নতুন চ্যালেঞ্জ৷ তবে কবে থেকে খেলোয়াড়দের নিয়ে মাঠে নামতে পারব প্রশিক্ষণের জন্য, তা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ আমি চাইব, তরুণ ফুটবলারদের প্রশিক্ষণ দিয়ে নতুন দল গঠন করতে৷ তরুণ ফুটবলার থেকে উঠে আসবে আগামী দিনের জাতীয় দলের ফুটবলাররা৷ সেটাই হবে আমার কাছে বড় চ্যালেঞ্জ৷ এতদিন অনেকেই বলেছেন, সিনিয়র দলের জন্য ফুটবলারদের সাপ্লাই লাইন সেই অর্থে দেখতে পাওয়া যাচ্ছে না৷ অবশ্যই চেষ্টা করব জুনিয়র ভারতীয় দল থেকে বেশ কিছু প্রতিভাবান ফুটবলারকে প্রকাশ করতে সিনিয়র দলের জন্য৷