• facebook
  • twitter
Tuesday, 20 January, 2026

বাংলাদেশি ক্রীড়াবিদ বিতর্কে সরব প্রাক্তন অধিনায়ক কপিল

মুস্তাফিজুরকে বাদ দেওয়ার পর ঘটনাবলি অনেক দূর গড়াচ্ছে। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট। ভারতে না খেলার দাবিতে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি।

কপিল দেব (Photo: IANS)

এবারের আইপিএল ক্রিকেটে মুস্তাফিজুর রহমানের খেলার কোনও সুযোগ নেই। ইতিমধ্যেই বিসিসিআইয়ের নির্দেশে কেকেআর থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশের মুস্তাফিজুরকে। যার পালটা ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসবে না বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাহলে কি দেশের মাটিতে অন্য খেলাতেও নিষিদ্ধ করা হবে বাংলাদেশের ক্রীড়াবিদদের? এই নিয়ে স্পষ্ট কথা বললেন, বিশ্বজয়ী ভারতের অধিনায়ক কপিল দেব।

আসলে বিশ্বজয়ী প্রাক্তন ক্রিকেটার এখন অন্য খেলার দায়িত্বে। ভারতে পেশাদার গলফ ট্যুরের সংস্থার সভাপতি কপিল দেব। এই টুর্নামেন্টে তিনজন বাংলাদেশি গল্ফারের আসার কথা। তাঁরা হলেন জামাল হোসেন, মহম্মদ সিদ্দিকুর রহমান ও মহম্মদ আকবর হোসেন। তাহলে কি এই তিন বাংলাদেশী গল্ফারকে বাদের তালিকায় রাখা হবে? যা নিয়ে কপিল দেব বলছেন, “আমরা সাম্প্রতিক ঘটনাবলির দিকে নজর রাখছি। এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও কথা হয়নি।”

Advertisement

ওপার বাংলায় মৌলবাদীদের আগ্রাসন আর ধর্মের নামে হানাহানিতে নিরাপত্তাহীনতায় ভুগছে সংখ্যালঘুরা। জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে দীপু দাসকে। তারপরেও আরও একটি ঘটনা ঘটেছে। বাংলাদেশে হিন্দুহত্যার প্রতিবাদে শামিল হয়েছে ভারত। ওপার বাংলার ঘটনাপ্রবাহের আঁচ পড়েছে এদেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যেও। এ বছর রেকর্ড ৯.২ কোটি টাকায় বাংলাদেশের অন্যতম সেরা পেসারকে দলে নিয়েছিল নাইটরা। কিন্তু মুস্তাফিজুরকে খেলানোয় প্রবল আপত্তি ওঠে। পরে বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজুরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানায় কেকেআর।

Advertisement

মুস্তাফিজুরকে বাদ দেওয়ার পর ঘটনাবলি অনেক দূর গড়াচ্ছে। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট। ভারতে না খেলার দাবিতে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। যা খবর তাতে, শুরুতে ভারত থেকে ম্যাচ সরানোর দাবি জানাতে রাজি ছিলেন না বিসিবি কর্তারা। কিন্তু এরই মধ্যে আসরে নেমে পড়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। বোর্ড কর্তাদের রীতিমতো চাপ দেওয়া হয় ভেন্যু বদলের। তাই তাঁরা বাধ্য হয়ে ভারত থেকে ম্যাচ সরানোর দাবি জানানোর সিদ্ধান্ত নেন।

Advertisement