উত্তর ২৪ পরগনা জেলা ফুটবল ক্রীড়া সংস্থার পরিচালনায় জেলা সুপার ডিভিশন ফুটবল লিগ গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। চলতি মরশুমে লিগে অবনমন থাকছে। সেই কারণে প্রতিটি দলের মধ্যে একটা লড়াই চোখে পড়ছে। উদ্বোধনী ম্যাচে বরানগর মাঠে মুখোমুখি হয়েছিল শ্যামনগর তরুণ সংঘ ও বরানগর স্পোর্টিং ক্লাব। দুই দলের মধ্যে টানটান উত্তেজনা ছিল। খেলার শুরু থেকেই আক্রমণ ও পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে দুই দলের ফুটবলাররা একে অপরের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন। শেষ পর্যন্ত শ্যামনগর তরুণ সংঘ ২-১ গোলে হারিয়ে দিয়েছে বরানগর স্পোর্টিং ক্লাবকে। শ্যামনগর তরুণ সংঘের হয়ে জোড়া গোল করেন সাহিল হরিজন। খেলায় ম্যান অফ দ্য ম্যাচও হয়েছেন সাহিল হরিজন। জেলা সংস্থার নতুন সচিব নবাব ভট্টাচার্য জানিয়েছেন, জেলাস্তরে ফুটবলারদের আবার নজরে আসবে বলে বিশ্বাস। অতীতের উত্তর ২৪ পরগনা জেলা থেকে ভারতীয় দলে ফুটবলাররা প্রতিনিধিত্ব করেছেন। আবার তরুণ ফুটবলারদের থেকে আগামী দিনে কলকাতা ময়দানে তাঁদের দেখতে পাওয়া যাবে বলে বিশ্বাস।
এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার ও অর্জুন সুব্রত ভট্টাচার্য, মনোরঞ্জন ভট্টাচার্য, স্বপন সেনগুপ্ত, রঞ্জিত মুখার্জি, দীপেন্দু বিশ্বাস, কবীর বসু, মহঃ রফিক, সৌভিক চক্রবর্তী সহ আরও অনেকে। উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাবের সচিব দেবাশিস দত্ত, ইস্টবেঙ্গল ক্লাবের অন্যতম কর্মকর্তা দেবব্রত সরকার ও মহমেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা কামারউদ্দিন ও বেলাল আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন আইএফএ’র সহসভাপতি সৌরভ পাল। এখানে উল্লেখ করা যেতে পারে, বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের প্রয়াসে উত্তর ২৪ পরগনা জেলা ক্রীড়া সংস্থার কর্মকাণ্ড নতুনভাবে শুরু হয়েছে। তিনি মনে করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ফুটবলের জন্য যেভাবে এগিয়ে এসেছেন, সেই পথ ধরেই জেলার ফুটবলকে উন্নততর জায়গায় নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করা হবে। উপস্থিত ছিলেন বিধায়ক ও জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি সনৎ দে, বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং সিএবি’র প্রাক্তন কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে।
Advertisement
Advertisement
Advertisement



