জয়পুরের মাঠে সোমবার মাত্র ১৪ বছর ৩২ দিন বয়সী রাজস্থান রয়্যালসের ক্রিকেটার বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিং ভারতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটমহলকে অবাক করে দিয়েছে। রাজস্থান রয়্যালস বনাম গুজরাত টাইট্যান্সের খেলায় বৈভবের ব্যাট থেকে ৩৮ বলে ১০১ রান এসেছে। সবচেয়ে কমবয়সী ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে এই নজির গড়েছেন তিনি। অর্থাভাবে একটা সময়ে ছেলের ক্রিকেট খেলার স্বপ্ন শেষ হতে বসলেও হাল ছাড়তে দেননি বাবা। নিজের শেষ সম্বল, একফালি জমি বিক্রি করে ছেলের স্বপ্নপূরণে পাশে থেকেছেন তিনি। দারিদ্রের সঙ্গে লড়াই করা সেই ছেলে মাত্র ১৪ বছর বয়সেই আলোড়ন ফেলে দিয়েছে ক্রিকেট দুনিয়ায়। ছেলের এই কৃতিত্বে গর্বিত বাবা ও মা।
ছেলের এই ঝোড়ো ব্যাটিং দেখে বাবা সঞ্জীব বলছেন, ‘বিহারের সমস্তিপুরের বাসিন্দা আমরা। সেখান থেকে ১০০ কিলোমিটার যাত্রা করে পাটনায় এসে প্রত্যেকদিন ৬০০টি বল খেলত বৈভব। ১৬-১৭ বছর বয়সি নেট বোলারদের সামলে ব্যাটিং প্র্যাকটিস করত। নেট বোলাররা যাতে বেশি করে প্র্যাকটিস করে, তাই তাদের জন্য বাড়তি খাবার নিয়ে আমি নিজেই যেতাম।’
Advertisement
তিনি আরও বলেন, ভোর চারটের সময়ে উঠে বৈভবের জন্য প্রতিদিন খাবার বানিয়ে দিতেন তার মা। আমরা চাই ও দেশের নাম আরও উজ্জ্বল করুক।’ বৈভবের বাবা সঞ্জীব ও মা আরতি ধন্যবাদ জানিয়েছেন রাজস্থান রয়্যালসের কোচ রাহুল দ্রাবিড়কেও। সঞ্জীব বলছেন, “আমি রাহুল স্যার ও রাজস্থান ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিতে চাই। রাহুল স্যার আলাদা করে ওকে আলাদা করে অনুশীলন করিয়েছেন। তাই এই শতরান তারই ফসল। ‘বাবা-মায়ের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা উঠে এসেছে বৈভবের কণ্ঠেও।
Advertisement
এই রেকর্ড গড়ার পর বৈভব বলেছেন, ‘আমি আজ যেখানে, সেটা বাবা-মায়ের আশীর্বাদে। ঈশ্বর আমার পাশে ছিলেন বলেই সাহস পেয়েছি খেলার মাঠে। যদিও দ্রাবিড়ের পাশাপাশি ভিভিএস লক্ষ্মণেরও অবদান রয়েছে বৈভবকে আইপিএলে আনার জন্য। মহা নিলামে ১.১ কোটি টাকা দিয়ে তাকে কিনে নেয় রাজস্থান। এমনকি দেখা গেছে শতরান করার পরে কোচ দ্রাবিড় উঠে দাঁড়িয়ে বৈভবকে হাততালি দিয়ে অভিনন্দন জানাচ্ছেন।
আইপিএলে দ্রুততম শতরানের রেকর্ড রয়েছে ওয়েস্ট ইন্ডিয়ান তারকা ক্রিস গেইলের। তিনি ৩০ বলে শতরান করেছিলেন। এবার গেইলের পরেই নিজের নামটা খোদাই করে ফেলল বৈভব। ইশান্ত শর্মা-মহম্মদ সিরাজের মতো অভিজ্ঞ বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে বৈভব। কিশোর বৈভবের প্রশংসায় পঞ্চমুখ শচীন তেণ্ডুলকর থেকে যুবরাজ সিং, ইউসুফ পাঠান সহ আরও অনেকে।
Advertisement



