• facebook
  • twitter
Wednesday, 17 December, 2025

লজ্জায় ডুবল মুখ, আচমকা আলো নিভল বরাবাটিতে

মাঠ ছাড়লেন ক্রিকেটাররা

ফাইল চিত্র

অনেকদিন পর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাকে আবারও পুরনো মেজাজে দেখতে পাওয়া গিয়েছে। কেন তাঁকে হিটম্য়ান বলা হয়, সেটা আরও একবার প্রমাণ করে দিয়েছে। কিন্তু, এই অগ্ন্যুৎপাতের সময় আচমকা লজ্জায় মুখ ডুবল ভারতের। আচমকা নিভে গেল কটকের বরাবটি ক্রিকেট স্টেডিয়ামের আলো। আপাতত ক্রিকেটাররা মাঠ ছেড়ে ডাগ আউটে ফিরে যান।

ম্যাচের ষষ্ঠ ওভারে বল করতে এসেছিলেন সাকিব মেহমুদ। ওভারের প্রথম বলে শুভমান গিল ১ রান নিয়েছিলেন। রোহিত এসেছিলেন ব্যাটিং ক্রিজে। ঠিক তখনই ঘটে সেই দুর্ঘটনা। আচমকা একটি ফ্লাডলাইট দপদপ করতে শুরু করে। ভারতীয় ক্রিকেট সমর্থক এবং মাঠকর্মীরা প্রমাদ গুনতে শুরু করেন। অবশেষে যে আশঙ্কা করা হচ্ছিল, ফ্লাড লাইটের স্ট্যান্ডটাই একেবারে নিভে যায়।

Advertisement

অনেকেই মনে করছেন, এই ঘটনায় আসলে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডেরই মুখ পুড়ল। সেক্ষেত্রে বিসিসিআই যে ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারে, এমন আশঙ্কাও করা হচ্ছে। যাইহোক, আলো নিভে যাওয়ার পরও রোহিত শর্মা এবং শুভমান গিল কিছুক্ষণ মাঠে দাঁড়িয়েই অপেক্ষা করেন। কিন্তু, মিনিট পাঁচেক কেটে গেলেও কোনও সুরাহা দেখতে পাওয়া যায়নি। অবশেষে ভারতের এই দুই ওপেনার আম্পায়ারের সঙ্গে কথা বলেন এবং মাঠ ছাড়ার সিদ্ধান্ত গ্রহণ করেন।

Advertisement

এই ম্যাচে ইংল্যান্ড টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ৩০৪ রানে তারা অলআউট হয়ে গিয়েছে। ভারতের সামনে এই ম্যাচটা জেতার জন্য ৩০৫ রানের টার্গেট রয়েছে। এই পরিস্থিতিতে রোহিত এবং শুভমান ব্যাট করতে নেমেছেন। ৬.১ ওভারে টিম ইন্ডিয়া বিনা উইকেটে ৪৮ রান করেছে। রোহিত শর্মা ২৯ রানে ব্যাট করছেন। আর শুভমা গিল দাঁড়িয়ে রয়েছেন ১৭ রানে। এখনও ৪৩.৫ ওভারে ভারতকে ২৫৭ রান করতে হবে।

Advertisement