• facebook
  • twitter
Wednesday, 30 July, 2025

আবহাওয়ার কারণে স্থগিত ইস্টবেঙ্গলের ম্যাচ

গোটা দিন জুড়েই বৃষ্টির পূর্বাভাস থাকায় মাঠ খেলার জন্য উপযুক্ত নাও থাকতে পারে বলে মনে করা হচ্ছে। সেই কারণেই এই ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়েছে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

খারাপ আবহাওয়া ও প্রবল বৃষ্টিতে পিছিয়ে গেল ইস্টবেঙ্গল বনাম বিএসএস ম্যাচ। মঙ্গলবার ব্যারাকপুর স্টেডিয়ামে হওয়ার কথা ছিল এই ম্যাচটি। কিন্তু, খেলা শুরুর কিছুক্ষন আগে আইএফের পক্ষ জানানো হয়, আবহাওয়া প্রতিকূল থাকায় এদিন ম্যাচ করা কোনওভাবেই সম্ভব হচ্ছে না। আসলে, সোমবার রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে কলকাতা ও শহরতলির বিভিন্ন এলাকায়।

পাশাপাশি, গোটা দিন জুড়েই বৃষ্টির পূর্বাভাস থাকায় মাঠ খেলার জন্য উপযুক্ত নাও থাকতে পারে বলে মনে করা হচ্ছে। সেই কারণেই এই ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়েছে। কবে ফের ম্যাচটি আয়োজন করা হবে, তা নিয়ে কোনও স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়নি আইএফের পক্ষ থেকে। তবে, শুধু ইস্টবেঙ্গলের ম্যাচই নয়, এদিন পিছিয়ে দেওয়া হয়েছে লিগের আরও একটি ম্যাচ। নৈহাটি স্টেডিয়ামে কালীঘাট মিলন সংঘ বনাম মামণি গ্রুপ পাঠচক্রের ম্যাচটিও পিছিয়ে দেওয়া হয়েছে। এই প্রথম নয় এর আগেও ইস্টবেঙ্গলের সঙ্গে সুরুচি সংঘের ম্যাচের সময়সূচি পরিবর্তন করা হয়েছিল।