• facebook
  • twitter
Friday, 5 December, 2025

টাউন ক্লাবের কাছে হেরে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের শেষ চারে খেলা কিছুটা চাপে ইস্টবেঙ্গলের

তিন রানে টাউন ক্লাবের কাছে পরাজিত।বেঙ্গল টি-টোয়েন্টি লিগের চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে খেলার ছাড়পত্র জোগাড় করা কিছুটা চাপের হয়ে গেল ইস্টবেঙ্গলের কাছে।

আজান আনসারি (ছবি: SNS Web)

সােমবার বেঙ্গল টি টোয়েন্টি লিগে আবারও হারল ইস্টবেঙ্গল। ডার্বিতে মােহনবাগানের কাছে হেরে যাওয়ার ধাক্কাটা এখনাে মানসিক দিক দিয়ে পুরােপুরি সামলে উঠতে না উঠতেই এবার ধাক্কা খেল। টাউন ক্লাবের কাছে তিন রানে টাউন ক্লাবের কাছে পরাজিত হয়ে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে খেলার ছাড়পত্র জোগাড় করা কিছুটা চাপের হয়ে গেল ইস্টবেঙ্গলের কাছে।

কিন্তু টাউন ক্লাব জয় তুলে নিয়ে দশ ম্যাচে আঠাশ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে উঠে এল। আজান আনসারি তেরাে রানে চার উইকেট সংগ্রহ করে টাউন ক্লাবের পেস বােলার প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। প্রথমে ব্যাট করতে নেমে টাউন ক্লাব আট উইকেট হারিয়ে ১৩৪ রান তােলে। টাউন ক্লাবের হয়ে পূরব জোশী বত্রিশ রান করেন পয়ত্রিশ বল খেলে।

Advertisement

জবাবে ব্যাট করতে নেমে ইস্টবেঙ্গল দল নয় উইকেট হারিয়ে জয়ের তিন রান আগেই নিজেদের ইনিংস থামায় ১৩১ রানে।

Advertisement

Advertisement