ধিক্কার দেবেন না হার্দিককে, দর্শকদের বললেন সৌরভ

Written by Subhash Pal April 7, 2024 2:07 pm

নিজস্ব প্রতিনিধি— এবারের আইপিএল ক্রিকেট শুরু হতেই মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে প্রচুর বিতর্ক দেখা দেয়৷ রোহিত শর্মাকে সরিয়ে নতুন অধিনায়ক হিসেবে মুম্বই দল হার্দিক পাণ্ডিয়ার হাতেই দায়িত্ব তুলে দেয়৷ এই দায়িত্ব পাওয়ার পর থেকেই বেশকিছু প্রাক্তন ক্রিকেটার সমালোচনার ঝড় তুলেছিলেন৷ এমনকি, খেলা শুরু হতেই মুম্বই দলের ব্যর্থতায় অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াকে দোষারোপ করতে পিছুপা হননি প্রাক্তন ক্রিকেটাররাও৷ সমালোচনার ঝড়ে হার্দিক মুম্বই ছেড়ে অন্যত্র চলে গিয়েছিলেন অনুশীলন করার জন্য৷ যখন হার্দিকের বিরুদ্ধে সবাই বিদ্বেষ দেখাচ্ছিলেন, তখনই তাঁর পাশে দাঁড়ালেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ও বর্তমান দিল্লি ক্যাপিটালসের মেন্টর সৌরভ গাঙ্গুলি৷ এখানে উল্লেখ করা যেতে পরে, মুম্বই দল রবিবার মাঠে নামবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে৷ সেই কারণে আগে থেকেই সতর্ক করছেন সৌরভ গাঙ্গুলি দর্শকদের উদ্দেশে৷ আসলে হার্দিক যখন মাঠে নামেন, তখন গ্যালারি থেকে নানারকম কথা উড়ে আসে৷ তাই দর্শকদের কাছে সৌরভ অনুরোধ করেছেন, হার্দিক যখন মাঠে নামবেন, আপনারা এমন কিছু বিদ্রূপ আচরণ করবেন না, যা তাঁর মনে আঘাত লাগতে পারে৷ সেই সঙ্গে সৌরভ স্মরণ করিয়ে দিয়েছেন, ক্রিকেট মাঠে তাঁর অবদান কী আছে৷ সেই কারণেই রোহিত শর্মা এবং হার্দিক পাণ্ডিয়াকে একই জায়গায় রাখা যেতে পারে৷ কখনওই হার্দিককে ধিক্কার জানানো উচিত নয়৷ পয়লা নম্বর ব্যাটসম্যান হিসেবে তাঁর যে খ্যাতি রয়েছে, তাকে কখনও ছোট করা উচিত নয়৷ তাঁর পারফরম্যান্স আমাদের অনেক সময় খেলার চরিত্র পরিবর্তন করে দিয়েছে৷ মুম্বইয়ের অধিনায়ক করা হয়েছে হার্দিককে, এটা হার্দিকের কোনও ব্যাপার নয়৷ দলের যাঁরা কর্মকর্তা রয়েছেন, তাঁরাই সিদ্ধান্ত নিয়েছেন এবারের আইপিএল ক্রিকেটে মুম্বই দলের হয়ে হার্দিক পাণ্ডিয়া নেতৃত্ব দেবেন৷

পাঁচবারের আইপিএল জয়ী রোহিত শর্মাকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়ার পরে এক শ্রেণির ক্রিকেটপ্রেমী এই সিদ্ধান্তকে মেনে নিতে পারছেন না৷ সোস্যাল মিডিয়ায় এ ব্যাপারে সমালোচনা দেখতে পাওয়া গিয়েছে৷ দর্শকরাও বার বার তাঁর প্রতি বিরুদ্ধাচরণ করছে৷ এটা মেনে নেওয়া সম্ভব নয়৷ তবে, সৌরভের মতো প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জেরকর, মাইকেল ক্লার্ক, বীরেন্দ্র সেওয়াগ ও রবি শাস্ত্রীরাও হার্দিকের পাশে রয়েছেন৷ তবে অনেকে মনে করছেন, দিল্লির বিরুদ্ধে যদি মুম্বই দল জিতে যায়, তাহলে হার্দিক পাণ্ডিয়ার প্রতি আর কোনও খারাপ মনোভাব থাকবে না৷ লিগ টেবলে এই মুহূর্তে দিল্লি রয়েছে নবম স্থানে৷