• facebook
  • twitter
Wednesday, 13 August, 2025

ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে জোকোভিচ

রেকর্ড ভুলে বর্তমানে সার্বিয়ান তারকা জোকোভিচের একমাত্র লক্ষ্য পেশাদারি ক্যারিয়ারে নিজের ২৫ নম্বর গ্র্যান্ড স্ল্যাম খেতাব ঘরে তোলা।

প্রতিনিধিত্বমূলক চিত্র

ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে পৌঁছালেন নোভাক জোকোভিচ। রবিবার লাল সুরকির কোর্টে বিশ্বের ১৫৩ নম্বর খেলোয়াড় অস্ট্রিয়ার ফিলিপ মিসোলিচকে স্ট্রেট সেটে সহজেই হারালেন তিনি। ম্যাচের ফল তার পক্ষে ৬-৩, ৬-৪, ৬-২। অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এদিন ম্যাচের শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন তিনি। সহজেই চারবার প্রতিপক্ষের সার্ভিস ভাঙেন তিনি। এই ম্যাচে জয়ের ফলে গত ষোলো বছরে প্রতিবারই ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে উঠলেন তিনি।

পাশাপাশি, এই জয়ের সঙ্গে সঙ্গেই এক অন্যন্য নজির গড়লেন তিনি। ফরাসি ওপেনে রেকর্ড ৯৯ ম্যাচ জিতলেন তিনি। অর্থাৎ, ম্যাচ জয়ের সেঞ্চুরি থেকে মাত্র এক ম্যাচ দূরে রয়েছেন তিনি। চতুর্থ রাউন্ডে গ্রেট ব্রিটেনের ক্যামেরন নরিকে হারাতে পারলেই লাল সুরকির কোর্টে ১০০ ম্যাচ জয়ের নজির স্পর্শ করবেন তিনি। বর্তমানে, তার আগে রয়েছেন শুধুমাত্র রাফায়েল নাদাল। ১১৬ ম্যাচের মধ্যে ১১২ জিতেছেন তিনি।

তবে, রেকর্ড ভুলে বর্তমানে সার্বিয়ান তারকা জোকোভিচের একমাত্র লক্ষ্য পেশাদারি ক্যারিয়ারে নিজের ২৫ নম্বর গ্র্যান্ড স্ল্যাম খেতাব ঘরে তোলা। আসলে, গতবছর প্যারিস অলিম্পিকে সোনা জেতার পর থেকে একটাও গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি তিনি। তবে, চলতি ফরাসি ওপেনে দারুন ছন্দে রয়েছে জোকোভিচ। লাল সুরকির কোর্টে এখনও পর্যন্ত একটিও সেট হারেননি তিনি। শীর্ষ বাছাই ইয়ানিক সিনারকে কার্যত দাঁড় করিয়ে হারিয়েছেন তিনি। এই ছন্দ শেষপর্যন্ত ধরে রাখতে পারলে ২৫ নম্বর গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয় যে শুধুই সময়ের অপেক্ষা, তা বলাই বাহুল্য।

News Hub