• facebook
  • twitter
Monday, 16 September, 2024

বিশ্বকাপে ভারতীয় দলে অবশ্যই রাখা উচিত দীনেশকে : কালিস

আইপিএল ক্রিকেটের কলকাতা নাইট রাইডার্সের কোচ জ্যাক কালিস অত্যন্ত আস্থা দীনেশ কার্তিকের ওপরে। কোচ কালিস মনে করেন, বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় দল গঠনে অবশ্যই দীনেশ কার্তিককে গুরুত্ব দিয়ে দলে রাখা উচিত।

দীনেশ কার্তিক (Photo: IANS)

নিজস্ব প্রতিনিধি – আইপিএল ক্রিকেটের কলকাতা নাইট রাইডার্সের কোচ জ্যাক কালিস অত্যন্ত আস্থা দীনেশ কার্তিকের ওপরে। কোচ কালিস মনে করেন, বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় দল গঠনে অবশ্যই দীনেশ কার্তিককে গুরুত্ব দিয়ে দলে রাখা উচিত। সেই কারণেই অবশ্যই আমার অনুরােধ থাকবে এমএসকে প্রসাদের নেতৃত্বে নির্বাচক কমিটির কাছে। এই মুহুর্তে আইপিএল ক্রিকেটে যে সব উইকেটরক্ষক খেলে চলেছেন তাদের মধ্যে অবশ্যই দীনেশ কার্তিক সবার আগে নাম লিখিয়ে ফেলবেন। শুধু তাই নয় তার ম্যাচ টেম্পারিং এবং দলকে কিভাবে উদ্বুদ্ধ করতে হবে তার প্রতিটি গুন রয়েছে দীনেশের মধ্যে। সেই কারণেই কোচ কালিস জোর দিয়ে বলেন, এমন কোনও ঘটনা যদি ঘটে যায় বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় দলে দীনেশ কার্তিকের জায়গা হল না তার থেকে বড় ভুল আর অন্য কিছু হবে না। তিনি যে শুধু উইকেটরক্ষক হিসেবে খবরে আসেননি, তার পারফরমেন্সই কথা বলেছে দলের স্বার্থে যে কোনও মুহূর্তে খেলার গতি বদলে দিতে পারেন তিনি। একজন উইকেটকিপার হিসেবে যে গুনগুলি থাকা দরকার তার প্রতিটি গুনই রয়েছে। অনেক উইকেটরক্ষককেই দেখা গিয়েছে একজন ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রকাশ করেছেন। সেক্ষেত্রে প্রথম যে নামটা উঠে আসে তিনি হলেন মহেন্দ্র সিং ধােনি। সেই ধােনিকেই সামনে রেখে বলতে হয় দীনেশ কার্তিকও সেই পথে হাঁটছেন। একজন ভাল উইকেটরক্ষকের পাশে একজন ব্যাটসম্যানকেও পাওয়া যাবে ভারতীয় বিশ্বকাপ দলে যদি দীনেশ কার্তিকের নামটা উঠে আসে। তার খেলার মধ্যে সবরকম মশলা মজুত রয়েছে তাই নাইটের কোচের কথায় বলতেই হয় তার অভিজ্ঞতা এবং পারফরমেন্স ভারতীয় দলের কাছে বড় সম্পদ। আসন্ন বিশ্বকাপ ক্রিকেটে ব্যাটিং অর্ডারে চার নম্বর জায়গায় দীনেশ কার্তিকের নামটা উঠে আসতেই পারে। একাধিক ব্যাটসম্যানকে এই জায়গায় পরীক্ষা করা হয়েছে, এবারে দীনেশ কার্তিককে যদি দেখতে পাওয়া যায় তাহলে ভারতীয় দলের অবস্থান বদলে যাবে। অনেকে হয়তাে ভাবছেন বিশ্বকাপ দলে যদি অধিনায়ক বিরাট কোহলি চার নম্বর ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন তাহলে কি দীনেশ কার্তিককে নিয়ে ভাবা হতে পারে। সেই জায়গায় বলতে দ্বিধা নেই বিরাট যদি একটা ধাপ এগিয়ে এসে তিন নম্বরে খেলতে আসেন তাহলে দীনেশ কার্তিকের খেলাটা অবশ্যই পাকাপাকি হয়ে যাবে। ইতিমধ্যে ধারাবাহিকভাবে দীনেশ কার্তিক যেভাবে খেলে চলেছেন তাতে অবশ্যই ভারতীয় দলে বড় জায়গা করে নিতে পারবেন বলে বিশ্বাস। পাশাপাশি কোচ কালিস বলেছেন, এবারের বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল বিরাট কোহলির ভারত।