• facebook
  • twitter
Tuesday, 15 July, 2025

শেষ ম্যাচে অপরাজিত থাকতে চায় ডায়মন্ড হারবার

খেলার শেষে ট্রফি নিয়ে নৈহাটিতে পযযাত্রায় সামিল হতে চান ডায়মন্ড হারবারের ফুটবলাররা। এই বিজয় মিছিলের অনুমতি চেয়ে স্থানীয় প্রশাসনের কাছে চিঠি পাঠানো হয়েছে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

ইতিমধ্যেই ডায়মন্ড হারবার এফসি আইলিগ-২’তে চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করে ফেলেছে। কোচ কিভু ভিকুনার প্রশিক্ষণে ডায়মন্ড হারবার এবারে কলকাতা ফুটবল লিগেও বেশ ভালো খেলেছে। তাদের লক্ষ্য আগামী দিনে আইএসএল ফুটবল খেলা। তাই প্রতিটি বয়সভিত্তিক টুর্নামেন্টে দারুণ ফুটবল খেলে খেতাব জেতাই তাদের অঙ্গীকার। ১৫ ম্যাচে ৩৭ পয়েন্ট সংগ্রহ করে আইলিগ-২ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করে ফেলেছে ডায়মন্ড হারবার এফসি। তাই তারা আগামী মরশুমে আইলিগ খেলার যোগ্যতা অর্জন করেছে। যদিও এখনও ট্রফি ওঠেনি ডায়মন্ড হারাবারের খেলোয়াড়দের হাতে। তাঁদের একটি ম্যাচ বাকি রয়েছে এখনও।

আগামী ২৬ এপ্রিল লিগের শেষ ম্যাচে মাঠে নামবে ডায়মন্ড হারবার। শনিবার নিয়মরক্ষার শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ এফসি বেঙ্গালুরু ইউনাইটেড। এই ম্যাচটি হবে নৈহাটি স্টেডিয়ামে। অর্থাৎ, লিগের শেষ ম্যাচের পরেই ট্রফি তুলে দেওয়া হবে ডায়মন্ড হারবারের হাতে। উল্লেখ্য, ক্লাবের তরফে এই ম্যাচের পুরস্কার বিতরণী মঞ্চে হাজির থাকার আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। ক্রীড়ামন্ত্রীই ডায়মন্ড হারবার এফসির খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেবেন, এই মর্মে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের টুর্নামেন্ট কমিটিকে চিঠি দিয়েছে ডায়মন্ড হারবার।

খেলার শেষে ট্রফি নিয়ে নৈহাটিতে পযযাত্রায় সামিল হতে চান ডায়মন্ড হারবারের ফুটবলাররা। এই বিজয় মিছিলের অনুমতি চেয়ে স্থানীয় প্রশাসনের কাছে চিঠি পাঠানো হয়েছে। ডায়মন্ড হারবার শেষ ম্যাচে যদি না হারে, তাহলে তারা অপরাজিতভাবে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখাবে।