• facebook
  • twitter
Tuesday, 17 September, 2024

ধোনি অতুলনীয় : কপিল দেব

কেউ কারোর জায়গা কখনো নিতে পারে না... কিন্তু তার মধ্যে যদি অদম্য ক্ষমতা থাকে এবং সেটাকেই সে জীবনের লক্ষ্য করে নেয় তা হলে হয়তো এই কাজটা সে করলেও করে দেখাতে পারে। আর সেই কথাটাই ৮৩-র বিশ্বকাপ জয়ী  অধিনায়ক কপিল দেবের মুখে শোনা গেল।

কপিল দেব (Photo: IANS)

গ্রেটার নয়ডা – কেউ কারোর জায়গা কখনো নিতে পারে না… কিন্তু তার মধ্যে যদি অদম্য ক্ষমতা থাকে এবং সেটাকেই সে জীবনের লক্ষ্য করে নেয় তা হলে হয়তো এই কাজটা সে করলেও করে দেখাতে পারে। আর সেই কথাটাই ৮৩-র বিশ্বকাপ জয়ী  অধিনায়ক কপিল দেবের মুখে শোনা গেল। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, ‘ধোনির সঙ্গে কখনোই পন্থের তুলনা করা উচিত নয়। ধোনি অতুলনীয়, ওর জায়গা কেউ কখনো নিতে পারবে না। ঋষভ পন্থ এখন ভারতীয় দলের টেস্ট ক্রিকেটের জন্য এক নম্বর উইকেটকিপার সেটা আমি বলে দিতে পারি। এবং বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার জন্য ওঁকে কঠিন লড়াই করতে হবে সেটাও নিশ্চিত। কিন্তু, ধোনি যতক্ষণ রয়েছেন একদিনের ক্রিকেটে সেখানে ওঁর জায়গা থেকে কেউ ওঁকে সরাতে পারবে না। ধোনির মধ্যে যে অভিজ্ঞতা রয়েছে এবং বোলারদের যেভাবে উইকেটের পিছনে দাঁড়িয়ে থেকে সাহায্য করে সেটা ও ছাড়া আর কেউ করতে পারবে না। ঋষভকে এখনো অনেক কিছু শিখতে হবে জানতে হবে। না হলে ওঁকে সেই একটা অ্যাভারেজ ক্রিকেটারের মতন হয়ে সাইড লাইন ধরে চলে যেতে হবে। ঋষভের অল্প বয়স, এখন থেকে ওঁকে নিজের খেলার দিকে নজর রাখতে হবে এবং চার নম্বরে যদি খেলার সুযোগ পায় তাহলে ওকে ব্যাটের দিকে নজর দিতে হবে। যেহেতু ধোনি এখন রয়েছেন সেহেতু উইকেটকিপিংটা ছেড়ে দিয়ে নিজের ব্যাটিংয়ের দিকে নজর দিক ঋষভ। আমার মনে হয় সেটাই ভালো হবে ওঁর জন্য। পাশাপাশি ধোনির কথা বলে রাখি। এই বিশ্বকাপে বিরাটের অবশ্যই প্রয়োজন রয়েছে ধোনিকে। কারণ ধোনি এটা নিয়ে চারটি বিশ্বকাপ খেলবে। ওঁর অনেক অভিজ্ঞতা রয়েছে সেই অর্থে যদি ভারত তৃতীয়বার চ্যাম্পিয়ন হয় বিরাটের নেতৃত্বে তা হলে ধোনির ভুমিকা সেখানে অনেকটাই থাকবে। ধোনি হচ্ছে একজন অসাধারণ ব্যক্তি এবং ওঁর মধ্যে এমন একটা ক্রিকেটীয় জ্ঞান এসে গিয়েছে খেলতে খেলতে যেখানে ও পরিস্থিতিটা বুঝতে পারে। তাই ওঁর জায়গায় কাউকে আমি এখনো দেখতে পাচ্ছি না। আর কখনো দেখতে পাব বলে মনে হয় না। যাইহোক ধোনির সঙ্গে পন্থের এখনই তুলনা করা উচিত হবে না বলেই মনে করি’।