• facebook
  • twitter
Friday, 30 January, 2026

কঠিনতম দলের কাছে হেরেছি: গিবসন

পোর্ট এলিজাবেথ- সিরিজ হারের পর হতাশ কোচ ওটিস গিবসন বলেন, ‘কঠিনতম দলের কাছেই হেরেছি এটা বলতে আমি কোনও দ্বিধাবোধ করছি না। কিন্তু আমরা আমাদের সেরা তিনজন ব্যাটসম্যানকে ছাড়া খেলতে নেমেছিলাম’। ‘ভারতের মত কঠিনতম দলের বিরুদ্ধে খেলতে নামার আগে এই ঘাটতিটা দলের কাছে খুব বড় একটা ধাক্কা ছিল। তবে, আমাদের দলের খেলোয়াড়দের ব্যর্থতায় খুব হতাশ। কারণ

কঠিনতম দলের কাছে হেরেছি: গিবসন

পোর্ট এলিজাবেথ- সিরিজ হারের পর হতাশ কোচ ওটিস গিবসন বলেন, ‘কঠিনতম দলের কাছেই হেরেছি এটা বলতে আমি কোনও দ্বিধাবোধ করছি না। কিন্তু আমরা আমাদের সেরা তিনজন ব্যাটসম্যানকে ছাড়া খেলতে নেমেছিলাম’।

‘ভারতের মত কঠিনতম দলের বিরুদ্ধে খেলতে নামার আগে এই ঘাটতিটা দলের কাছে খুব বড় একটা ধাক্কা ছিল। তবে, আমাদের দলের খেলোয়াড়দের ব্যর্থতায় খুব হতাশ। কারণ একটা দল কখনো দু-তিন জনকে নিয়ে গড়া হয়না’।

Advertisement

‘সেখানে দু-একটা খেলোয়াড় বাদ গেলে আমরা সিরিজে পরাজিত হব এই কারণটা আমি এখনও মেনে নিতে পারছি না। তবে, আমাদের আরও প্রস্তুতি নিতে হবে’।

Advertisement

‘পাশাপাশি ভারতীয় দল বুঝিয়ে দিল, তারা কোনও অংশে পিছিয়ে নেই। টেস্ট সিরিজে হারার পর যেভাবে শেষ টেস্ট ম্যাচ থেকে কামব্যাক করে সিরিজ জয় করল, তাতে ওদের সম্পর্কে যত প্রশংসা করব ততই কম হবে’।

Advertisement