রাজ্য সাঁতার সংস্থায় সভাপতি হচ্ছেন দেবাশিস কুমার

প্রতিনিধিত্বমূলক চিত্র

রাজ্য সাঁতার সংস্থায় বিরাট পরিবর্তন আসছে। দীর্ঘ ৩৭ বছর ধরে রাজ্য সাঁতার সংস্থায় প্রশাসনের ব্যাটনটা নিজের হাতে রেখেছিলেন রামানুজ মুখার্জি। প্রথম তিনি রাজ্য সাঁতার সংস্থার সচিব অসীম মুখার্জির কাছ থেকে সম্পাদকের ব্যাটনটা কেড়ে নিয়েছিলেন মহাকরণে তৎকালীন পূর্তমন্ত্রী যতীন চক্রবর্তীর সাহচর্যে। পরবর্তীতে রামানুজ মুখার্জি সচিব পদ থেকে সভাপতি হিসেবে সংস্থার প্রশাসনকে ধরে রেখেছিলেন।

কিছু সময়ের জন্য প্রশাসন থেকে সরে দাঁড়ালেও আবার ফিরে আসেন। পরবর্তী ক্ষেত্রে রমলা চক্রবর্তীকে সভাপতি করে রাজ্য সাঁতার সংস্থার তিনি সচিব ছিলেন। এমনকি বিওএ-র সহসভাপতি পদে দেখতে পাওয়া গেছে। রবিবার বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের দপ্তরে রাজ্য সাঁতার সংস্থার বার্ষিক সাধারণ সভায় নতুন সভাপতি হিসেবে আসছেন বিধায়ক দেবাশিস কুমার। অনেকে বলছেন, স্বেচ্ছায় রামানুজ সভাপতি পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। সচিব হতে পারেন কঙ্কন পানিগ্রাহি। পর্যবেক্ষক হিসেবে থাকবেন অজিত ব্যানার্জি।