আজ ডুরান্ড কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দুর্বল বিএসএসের মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়েন্ট। প্রথম ম্যাচে দল জিতলেও ডাগআউটে ছিলেন না প্রধান কোচ মোলিনা। পাশাপাশি, সেই ম্যাচে সম্পূর্ণ স্বদেশী ব্রিগেড নিয়েই মাঠে নেমেছিল সবুজ মেরুন। তবে, বিএসএসের বিপক্ষে ম্যাচ খেলার আগেই শহরে চলে এসেছেন দুই বিদেশি টম অলড্রেড ও অ্যালবার্ত রদ্রিগেজ। বিএসএসের বিরুদ্ধে কিশোরভারতী ক্রীড়াঙ্গনে দলে থাকার কথা এই দুই বিদেশি ফুটবলারেরই। তবে, তাঁরা শুরু থেকেই খেলবেন কিনা তা ম্যাচের আগেরদিন নিশ্চিতভাবে জানাতে চাইলেন না কোচ মোলিনা। প্রতিপক্ষ দল ডায়মন্ড হারবারের কাছে আট গোল খেলেও তাঁদেরকে যথেষ্ট সমীহ করছেন তিনি।
তবে, এদিন ম্যাচ জেতার বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী শোনালো তাঁকে। জানালেন গোল ব্যবধান নিয়ে এখনই বিশেষ ভাবতে চান না তিনি। আপাতত তাঁর প্রধান লক্ষ্য কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র আদায় করা। মোলিনা বলেন, দল জিতলেও আগের ম্যাচটি পুরো দেখেননি তিনি। কিছু ভিডিও ফুটেজ তিনি দেখেছিলেন। তাই এখনই বলতে পারবেন না দল ঠিক কি পরিস্থিতিতে আছে। তিনি আরও বলেন, গতবছরের মতোই চলতি মরশুমেও ডুরান্ড কাপকে এফসির চ্যাম্পিয়ন্স লিগের প্রস্তুতি হিসেবেই দেখতে চান তিনি। সেইজন্য আপাতত দলের ফিটনেস বাড়ানোই তাঁর একমাত্র লক্ষ্য।
Advertisement
একইসঙ্গে, মনবীর প্রসঙ্গে তিনি জানান, পাঞ্জাবি এই স্ট্রাইকার বর্তমানে অনেকটাই সুস্থ আছেন। তবে, আজকের ম্যাচে তাঁর মাঠে নামার সম্ভবনা বেশ কম। একইসঙ্গে, অভিজ্ঞ ভারতীয় ডিফেন্ডার শুভাশিস বোস সমন্ধে মোলিনা বলেন, তাঁর একটা চোট রয়েছে, যা সারতে প্রায় মাস খানেক সময় লাগবে। ফলে, ডুরান্ড কাপে শুভাশিসের মাঠে নামার সম্ভবনা প্রায় নেই বললেই চলে। এমনকি, রবিবার মোহনবাগান অনুশীলনেও দেখা গেল দলের সঙ্গে কিছুক্ষণ ফিজিক্যাল ট্রেনিং করেই জিমে চলে গেলেন তিনি। কিন্তু, শুভাশিস না খেললেও রক্ষণ নিয়ে খুব একটা চিন্তিত নন কোচ মোলিনা ও ডিফেন্ডার টম অলড্রেড। বরং, বিএসএস ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র পাওয়াই এখন তাঁদের একমাত্র লক্ষ্য বলে জানালেন তাঁরা।
Advertisement
Advertisement



