কোচ ইগর স্টিম্যাচ ভাবছেন ভারত এখনও অঘটন ঘটাতে পারবে

Written by SNS March 29, 2024 1:10 pm

নিজস্ব প্রতিনিধি– গুয়াহাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে ১-২ গোলে হেরেও জাতীয় কোচ ইগর স্টিমাচের মুখে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের পরবর্তী পর্বে যাওয়ার বিষয়ে আশার বাণী৷ জাতীয় কোচ মনে করেন, বিশ্বকাপের যোগ্যতা নির্ণয় পর্বের পরবর্তী পর্বে এখনও যেতে পারেন সুনীলরা৷ তবে অতীতে যে বিষয়ের উপর বারবার আলোকপাত করে এসেছেন, সেই দীর্ঘমেয়াদি শিবিরের পক্ষে মঙ্গলবার ম্যাচ হেরে আরও একবার সওয়াল করেন ক্রোয়েশিয়ান কোচ৷ তিনি বলেন, “অবশ্যই, আমার মনে হয় এখনও আমরা যোগ্যতা অর্জন পর্বের পরবর্তী রাউন্ডে যেতে পারি৷ আপনাদের আগেই বলেছিলাম, দীর্ঘ শিবির হলে এই দলটাই বদলে যাবে৷” ম্যাচ হারের পর স্টিমাচের কোচ থাকা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন৷ শুধু তাই নয়, ম্যাচ শেষে স্টেডিয়ামে বিক্ষোভও হওয়ার পাশাপাশি ‘গো-ব্যাক স্টিমাচ’ স্লোগানও শুনতে হয়েছে তাঁকে৷ তবে সে বিষয়ে খুব একটা মাথাব্যথা নেই তাঁর৷ ম্যাচ হারের পর কারণ খুঁজতে গিয়ে ঘুরিয়ে ফুটবলারদের দিকেই আঙুল তুলছেন তিনি, “কারও দোষে যদি গোল খেয়ে যেতে হয়, তাহলে কিছুই বলার থাকে না৷ আমার মনে হয়, ম্যাচের অধিকাংশ সময় আমরা নিয়ন্ত্রণ করেছি৷ আপনারা দেখতেই পেরেছেন দলেরঅর্ধেকের বেশি ফুটবলার নিজেদের সেরাটা দিতে পারেনি৷ এই বিষয়টা আমি কখনওই চার দিন বা পাঁচ দিনের শিবিরে বদলাতে পারব না৷ এর জন্য আমি দুঃখিত৷”