ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার নিজেকে সরিয়ে নিলেন সাদা বলের ক্রিকেট থেকে। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে ইংল্যান্ডের বিদায়ের পরই ইস্তফা দেওয়ার কথা চিন্তা করেন বাটলার। ইতিমধ্যেই তাঁর এই সিদ্ধান্তের কথা ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছেন তিনি। তবে শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনিই দলকে নেতৃত্ব দেবেন। শেষ ২১টি এক দিনের ম্যাচের ১৫টিতে হেরেছে ইংল্যান্ড। তার মধ্যে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের বিরুদ্ধে খেলায়ও। আফগানিস্তানের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও ছিটকে গিয়েছে ইংল্যান্ড। তার আগে ভারতের কাছে ০-৩ ব্যবধানে এক দিনের সিরিজ় এবং ১-৪ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারে ইংল্যান্ড। ইস্তফার সিদ্ধান্ত নেওয়ার পরে বাটলার বলেছেন, ‘এটাই ইস্তফা দেওয়ার উপযুক্ত সময়।’
ইয়ান মর্গ্যান অবসর নেওয়ার পর ২০২২ সালের জুন মাসে সাদা বলের ক্রিকেটের জন্য বাটলারকে অধিনায়ক করেছিল ইসিবি। সে বছর তাঁর নেতৃত্বেই অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। বাটলারের নেতৃত্বে এখনও পর্যন্ত ইংল্যান্ড ৪৪টি এক দিনের ম্যাচ খেলে ১৮টি জিতেছে, ২৫টি হেরেছে। একটি ম্যাচের কোনও ফল হয়নি। পাশাপাশি ৫১টি টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের অধিনায়ক ছিলেন বাটলার। তার মধ্যে ইংল্যান্ড জিতেছে ২৬টি ম্যাচ, হেরেছে ২২টি ম্যাচ এবং তিনটি ম্যাচের ফলাফল হয়নি।
Advertisement
বাটলার অধিনায়কের দায়িত্ব নেওয়ার পরে তিনটি বড় প্রতিযোগিতায় ব্যর্থ হয় ইংল্যান্ড। ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপ, গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফি। ৩৪ বছরের উইকেটরক্ষক-ব্যাটসম্যান নিজেও ফর্মে নেই। আফগানিস্তানের কাছে হারের পরই নেতৃত্ব থেকে ইস্তফার ইঙ্গিত দিয়েছিলেন রাহুল। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যেই কঠিন সিদ্ধান্তটা নিয়ে ফেললেন তিনি। মানসিকভাবে বিব্রত হয়েই ইস্তফা দেওয়ার কথা ভাবেন জস বাটলার।
Advertisement
Advertisement



