ভারতীয় দলের সবচেয়ে নির্ভরযোগ্য বোলার যশপ্রীত বুমরার চোট নিয়ে নির্বাচকরা বেশ চিন্তার মধ্যে রয়েছেন। তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যশপ্রীত বুমরার খেলা নিয়ে ক্রমশই ধোঁয়াশা বেড়ে চলেছে। ভারতীয় পেসারকে আরও কিছু দিন থাকতে হবে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করা নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে। ভারতীয় পেসার এখনও পিঠের চোট পুরোপুরি সারিয়ে উঠতে পারেননি বলে মনে করা হচ্ছে। এনসিএ-তে বুমরার স্ক্যান এবং পর্যবেক্ষণ শেষ হয়েছে। মেডিক্যাল রিপোর্ট পাওয়া যাওয়ার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তী পদক্ষেপের ব্যাপারে। বোর্ডের চিকিৎসক দলের সঙ্গে আলোচনা করা এবং ভবিষ্যৎ পরিকল্পনার জন্য বুমরাকে আরও কিছু দিন এনসিএ-তে থাকতে বলা হয়েছে।
মেডিক্যাল রিপোর্ট তৈরি হওয়ার পর ক্রাইস্টচার্চের যে চিকিৎসককে বুমরাকে দেখিয়েছেন, সেই রোয়ান শাউটেনের মতামতও নেওয়া হবে। জানুয়ারিতে বুমরাহের প্রথম স্ক্যানের সময়েও শাউটেনকে জানানো হয়েছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত দল জানানোর সময় এগিয়ে আসছে। তাই বুমরার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে ভারতকে। নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচের আগে অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছিলেন, স্ক্যান হয়ে গেলেই বুমরাকে নিয়ে চিন্তা করা হবে।
Advertisement
ইংল্যান্ড সিরিজে বুমরা খেলতে পারছেন না। তাঁর জায়গায় নেওয়া হয়েছে বরুণ চক্রবর্তীকে। বুমরাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে না পাওয়া গেলে বরুণ বা হর্ষিত রানার মধ্যে যে কোনও একজনকে ভারতীয় দলে নেওয়া হবে।
Advertisement
Advertisement



