• facebook
  • twitter
Saturday, 19 April, 2025

ভারতীয় শিবিরে বুমরার চোট নিয়ে চিন্তা বাড়ছে

বুমরা পুরো সুস্থ না হলেও মাঠে নেমে অনেক বোলারের থেকে বেশি ভাল বল করতে পারেন। ফলে তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হতে পারে।

ফাইল চিত্র

হাতে মাত্র আর চারটি দিন। ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানের মাঠে শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট প্রতিযোগিতা। অবশ্য ভারতীয় দল পাকিস্তানের মাটিতে খেলবে না। ভারতের খেলা সব দুবাইতে। যদি এমন হয়, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলতে নামছে, তাহলে পাকিস্তানের মাটি থেকে ওই খেলা চলে আসবে দুবাইতে। এমনভাবেই ক্রীড়াসূচি তৈরি করা হয়েছে। তবে তার আগে আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে অংশগ্রহণকারী প্রতিটি দেশের চূড়ান্ত খেলোয়াড়দের নাম ঘোষণা করতে হবে। অর্থাৎ আর তিনদিন বাকি রয়েছে চূড়ান্ত দল ঘোষণার।

ভারতীয় দলের প্রাথমিক পর্যায়ে যে দল পাঠানো হয়েছে, তাতে নির্ভরযোগ্য বোলার যশপ্রীত বুমরার নাম রয়েছে। কিন্তু অস্ট্রেলিয়া সফরে শেষ ম্যাচে বুমরা পিঠে চোট পেয়েছিলেন। চোট পাওয়ার পরে তিনি দেশে ফিরে এসে বেঙ্গালুরুতে রিহ্যাব করেও এখনও পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। তাই ভারতীয় দলের নির্বাচকদের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, চূড়ান্ত দলে বুমরার নাম রাখা হবে কিনা। তিনি যদি পুরোপুরি সুস্থ না হন সেক্ষেত্রে অবশ্যই একজন স্পিনারকে অন্তর্ভুক্ত করা হবে। তবে এই মুহূর্তে চিকিৎসকরা বুমরার প্রতি নজর রেখেছেন। যদি পুরোপুরি সুস্থ না হন, সেক্ষেত্রে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা এখনও স্পষ্ট করা হয়নি।

বিশেষ সূত্রে জানা গেছে, বুমরাকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে পারেন প্রধান কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক প্রধান অজিত আগরকর। বুমরা পুরো সুস্থ না হলেও মাঠে নেমে অনেক বোলারের থেকে বেশি ভাল বল করতে পারেন। ফলে তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হতে পারে। কিন্তু সব ম্যাচ খেলানো হবে না। গ্রুপ পর্বে পাকিস্তান ও পরবর্তীতে নক আউটে উঠলে সেখানে খেলতে পারেন বুমরা। প্রতিযোগিতার মাঝেও তাঁর দিকে নজর রাখবেন চিকিৎসকরা। তাঁকে আরও সুস্থ করার প্রক্রিয়া চলবে।

তবে তার পরেও প্রশ্ন থেকেই যাচ্ছে। বুমরার অতীত চোটের ইতিহাস রয়েছে। তিনি এখন তিনটি ফরম্যাটেই বিশ্বের সেরা বোলারদের মধ্যে অন্যতম। তাই চোট পুরো না সারার আগে খেলালে চোট আরও বাড়তে পারে। সে ক্ষেত্রে ভবিষ্যতে আরও সমস্যা হতে পারে। বুমরাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না ভারতীয় বোর্ড। আপাতত বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন বুমরা। সেখানে তাঁর স্ক্যান এবং পর্যবেক্ষণ শেষ হয়েছে। খুব তাড়াতাড়ি সামগ্রিক মেডিক্যাল রিপোর্ট পাওয়া যাবে। তারপরে পাকাপাকিভাবে সিদ্ধান্ত নেওয়া হবে বুমরার ব্যাপারে।

চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত দল জানানোর সময় এগিয়ে আসছে। তাই বুমরাকে নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে ভারতকে। নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচের আগে অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছিলেন, স্ক্যান হয়ে গেলেই বুমরাকে নিয়ে ধোঁয়াশা স্পষ্ট হয়ে যাবে। আশা করা যায়, বুমরা ভারতীয় দলের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাবেন।