‘আমি তাে পুরােপুরি হতাশ হয়ে গেলাম এই খবরটা শােনার পর এত চটজলদি বিরাট এইরকম একটা সিদ্ধান্ত নিয়ে নেবে সেটা আমি কখনােই আশা করতে পারিনি। এত শীঘ্রই এরকম একটা সিদ্ধান্ত কেন নিতে গেল বিরাট সেটা বুঝতে পারলাম না।
যাইহােক আগামীদিনে অধিনায়কের চাপ অনেকটাই ওর থেকে কমে যাবে এবং এর থেকে আরও ভালাে ক্রিকেট দেখার আমাদের সৌভাগ্য হবে। এটার দিকেই আমরা এখন সকলে তাকিয়ে রয়েছি, ‘জানালেন প্রাক্তন ক্যারিবিয়ান তারকা ব্রায়ান লারা’।
Advertisement
Advertisement
Advertisement



