• facebook
  • twitter
Tuesday, 22 April, 2025

শচীনের ব্যাটে বড় রান

শচীন ছাড়াও বিশ্বকাপজয়ী যুবরাজ সিং, সুরেশ রায়না ও ইউসুফ পাঠানরা রয়েছেন ভারতের স্কোয়াডে। ভারতের 'মাস্টারদের' সঙ্গে শ্রীলঙ্কার সঙ্গে খেলা হয়েছে।

ফাইল চিত্র

সময় যেন থমকে যায়, সময়টা ২০২৫ নাকি ২০০০ ঠিক বুঝে উঠতে পারছেন না ক্রিকেটভক্তরা। ৫১ বছর বয়সী ক্রিকেটের আইকন শচীন তেন্ডুলকর ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগে ইন্ডিয়া মাস্টার্সের হয়ে একটি ভিনটেজ নক খেলে তাঁর গৌরবময় অতীতের স্মৃতিকে আবার ফিরিয়ে আনলেন ২২ গজে। মুম্বইতে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগ, যেখানে ৬টি দল একে ওপরের সঙ্গে খেলবে টুর্নামেন্টে। ২২ ফেব্রুয়ারি থেকে এই লিগ শুরু হয়েছে এবং চলবে ১৬ মার্চ পর্যন্ত। ইন্ডিয়া মাস্টার্স সেখানে ইতিমধ্যেই ২টি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে।

শচীন ছাড়াও বিশ্বকাপজয়ী যুবরাজ সিং, সুরেশ রায়না ও ইউসুফ পাঠানরা রয়েছেন ভারতের স্কোয়াডে। ভারতের ‘মাস্টারদের’ সঙ্গে শ্রীলঙ্কার সঙ্গে খেলা হয়েছে। যেখানে ভারতের ক্রিকেটাররা সহজেই ম্যাচটি জিতে নেন। এই খেলায় সবার দৃষ্টি আকর্ষণ করেন ক্রিকেটের আইকন ‘মাস্টার ব্লাস্টার।’ শচীন করলেন ২১ বলে ৩৪ রান, ৫টি চার আর একটা ছক্কার সাহায্যে। শচীনের স্ট্রাইক রেট ছিল ২০০র ওপর। রানের সংখ্যাটা শেষ কথা নয়, শচীন যেভাবে ব্যাট করলেন তা মুগ্ধ করেছে ৩৬ হাজার দর্শককে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে।