• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

নিয়মরক্ষার ম্যাচে আটকে গেল বাংলা

উত্তরাখণ্ডের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে অন্ততঃ একটা পয়েন্ট দরকার ছিল। ফলে তামিলনাড়ুর কাছে ম্যাচে না হারার চ্যালেঞ্জ ছিল।

প্রতিনিধিত্বমূলক চিত্র

সন্তোষ ট্রফির চতুর্থ ম্যাচে তামিলনাড়ুর বিপক্ষে বাংলা ১-১ গোলে খেলা শেষ করল।বাংলা এক গোলে পিছিয়ে থেকেও খেলায় সমতা ফিরিয়ে আনতে সক্ষম হয়। প্রথম তিন ম্যাচ জিতেই বাংলা দল আগেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে। বুধবার নিয়মরক্ষার ম্যাচে কোচ সঞ্জয় সেন প্রথম একাদশে একাধিক পরিবর্তন এনে তামিলনাড়ুর বিপক্ষে দল নামিয়েছিলেন।রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে যে প্রথম একাদশ ছিলেন ,সেই দলের ৭জন খেলোয়াড়কে বদল করা হয়। তামিলনাড়ুর কাছে এদিনের ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ ছিল।

উত্তরাখণ্ডের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে অন্ততঃ একটা পয়েন্ট দরকার ছিল। ফলে তামিলনাড়ুর কাছে ম্যাচে না হারার চ্যালেঞ্জ ছিল। বাংলাকে রুখে দিয়ে তামিলনাড়ু এই লড়াইয়ে কিছুটা সফল হয়। আক্রমণ ও প্রতি আক্রমণের খেলায় প্রথমার্ধে কোনও গোল আসেনি। বিরতিতে বাংলার দলে রবি হাঁসদা ও প্রশান্ত দাসের জায়গায় নরহরি শ্রেষ্ঠা ও তন্ময় দাস নামেন। খেলার ৬১ মিনিটে তামিলনাড়ুর নন্দকুমার অনন্তরাজ টপ বক্সের কোনাকুনি অঞ্চল থেকে দূরপাল্লার শটে অসাধারণ গোল করেন। এরপরেই কোচ সঞ্জয় সেন একসঙ্গে দুটো পরিবর্তন নেন। আকিব নওয়াব ও শ্যামল বেসরার জায়গায় বিজয় মুর্মু ও সুময় সোমকে আনা হয়। ৮১ মিনিটে বিজয় মুর্মু’র ফ্রি কিক থেকে পাওয়া বলে নরহরির হেড। ফাঁকায় বল পেয়ে সুজিত সাঁধু খেলার সমতা ফিরিয়ে আনেন। খেলার শেষমুহূর্তে মার্শাল মুর্মুর জায়গায় বিক্রম প্রধানের মাঠে আসেন।

Advertisement

শেষ ম্যাচে বাংলাকে আয়োজক অসমের বিরুদ্ধে খেলতে হবে। নকআউট পর্যায়ে যেতে অসমে সেই ম্যাচ জিততেই হবে। তামিলনাড়ুর নন্দকুমার অনন্তরাজ অসাধারণ গোল করে ম্যাচের সেরা নির্বাচিত হন।

Advertisement

Advertisement