রোহিতের আপত্তিতে ইমপ্যাক্ট প্লেয়ারের ভাবনা বিসিসিআইয়ের

Written by Subhash Pal April 22, 2024 3:40 pm

মুম্বই– গত বছর আইপিএল থেকে চালু হয়েছে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ খেলানোর নিয়ম৷ প্রতিটি দলই জেতার জন্য নিজেদের সুবিধা মতো ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ খেলায়৷ কিন্ত্ত খোদ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা এই নিয়মের ভক্ত নন৷ সরাসরি আপত্তি জানিয়েছিলেন এই নিয়ম নিয়ে৷ তাঁর মন্তব্য নিয়ে এবার নড়েচড়ে বসল বিসিসিআই কর্তাও৷ এমনকী বদল আসতে পারে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মেও৷

কদিন আগেই রোহিত একটি পডকাস্টে বলেছিলেন, “আমি ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের একেবারেই ভক্ত নই৷ এই নিয়মে অলরাউন্ডারদের উন্নতি বাধা পাচ্ছে৷ কারণ ক্রিকেটটা এগারো জনের খেলা, বারো জনের নয়৷ আমি জানি না এই নিয়ে কী করা যায়, তবে আমি একেবারেই এর ভক্ত নই৷” এই প্রসঙ্গে হিটম্যান তুলে আনেন শিবম দুবে, ওয়াশিংটন সুন্দরের মতো অলরাউন্ডারের কথা৷ যাঁরা দারুণ খেলোয়াড় হলেও ব্যাটে-বলে সমান ভাবে কার্যকরী হওয়ার সুযোগ পাচ্ছেন না৷

মুম্বই তারকার বক্তব্য ভাবতে বাধ্য করেছে ভারতীয় ক্রিকেটের কর্মকর্তাদের৷ আইপিএলের গর্ভনিং বডির চেয়ারম্যান অরুণ ধুমালের মতে, বিসিসিআই গোটা বিষয়টি ভেবে দেখছে৷ তিনি বিসিসিআইয়ের কোষাধ্যক্ষের পদেও আছেন৷ অরুণ জানান, “রোহিত যখন এরকম মন্তব্য করেছে, তখন আমরাও বিষয়টা ভেবে দেখব৷ এই বিষয়ের সঙ্গে যুক্ত সকলের সঙ্গে কথা বলে আমরা একটা সিদ্ধান্ত নেব৷ একটা নিয়মের অনেক ভালো-মন্দ দিক থাকতে পারে৷ এই মরশুম শেষ হলেই আমরা এই নিয়ে আলোচনা শুরু করব৷ এই নিয়ম নিয়ে আমাদের কোনও গোঁড়ামি নেই৷”

২০২৩-র আইপিএল সংস্করণে যথেষ্ট জনপ্রিয় হয়েছিল ইমপ্যাক্ট প্লেয়ারের পদ্ধতি৷ যেখানে ইনিংসের মধ্যে বা বিরতিতে একজন ক্রিকেটারকে বসিয়ে অন্য একজনকে নামানোর সুযোগ থাকে৷ যার ফলে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী টিমগুলো নিজেদের বোলিং বা ব্যাটিংয়ের শক্তি বাড়াতে পারে৷ অনেক সময় এই ইমপ্যাক্ট প্লেয়ারই খেলার মুখ ঘুরিয়ে দেয়৷ অরুণ ধুমালের মন্তব্যের পর সেই নিয়মে বদল আসতে পারে বলে মনে করা হচ্ছে৷