উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ তুলে দিল বিসিসিআই

বিসিসিসআই এবারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বন্ধ করে, বরাদ্দ অর্থ আর্মড ফোর্সের ফান্ডে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, ‘এগারো কোটি টাকা ভারতীয় সৈন্যদের জন্য, সাত কোটি টাকা সিআরপিএফ এবং এক কোটি টাকা করে নৌবাহিনী এবং এয়ারফোর্সের হাতে তুলে দেওয়া হবে। এদিন উদ্বোধনী ম্যাচ শুরুর আগে এই অর্থ তুলে দেওয়া হয়।

Written by SNS March 24, 2019 12:26 pm

আইপিএল ২০১৯ ট্রফি (Photo: IANS)

চেন্নাই, ২৩ মার্চ – দ্বাদশতম আইপিএল উদ্বোধনি অনুষ্ঠান হবে না এই খবর আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল বিসিসিআইয়ের পক্ষ থেকে। পুলওয়ামা কাণ্ডে জঙ্গিদের হাতে চল্লিশজন সিআরপিএফ জওয়ান শহিদ হয়েছিলেন। সেই কথা স্মরণ করে বিসিসিসআই এবারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বন্ধ করে, বরাদ্দ অর্থ আর্মড ফোর্সের ফান্ডে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, ‘এগারো কোটি টাকা ভারতীয় সৈন্যদের জন্য, সাত কোটি টাকা সিআরপিএফ এবং এক কোটি টাকা করে নৌবাহিনী এবং এয়ারফোর্সের হাতে তুলে দেওয়া হবে। এদিন উদ্বোধনী ম্যাচ শুরুর আগে এই অর্থ তুলে দেওয়া হয়। সিওএ’র চেয়ারম্যান বিনোদ রাই জানান, ‘পুলওয়ামায় ঘটে যাওয়া ঘটনাটি আমাদের সকলের মনে ব্যথা দিয়ে গেছে। যাঁদের আমরা হারিয়েছি তাঁদের আমরা কখনোই ফিরে পাব না। কিন্তু, তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে পারলে আমরা কিছুটা খুশি হব। তাই আমরা এবারে উদ্বোধনী অনুষ্ঠান বন্ধ করে দেশের নিরাপত্তায় যাঁরা কর্মরত তাঁদের কিছু অর্থ সাহায্য করে পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি এবং এটা করতে আমরা নিজেদের গর্ব অনুভব করছি।’ পাশাপাশি ডায়না এডুলজি জানান, ‘সত্যি কয়েকদিন আগে যে ঘটনা ঘটে গিয়েছিল সেটাতে আমরা খুবই মর্মাহত। এবং বেশ কয়েকটি পরিবার তাঁদের স্বজনহারা হয়ে গিয়েছে। আমরা তাঁদের পাশে দাঁড়াতে পেরে, খুব ভালো লাগছে। এবং উদ্বোধনী অনুষ্ঠান প্রতিবারই হয় কিন্তু এবারে আমরা অন্য কাজ করলাম। অনুষ্ঠান তো প্রতি বছর হয়েই থাকে এবার নাই বা হল।’