কোপা দেল রে ফুটবলের প্রথম লেগের সেমিফাইনালে দু’গোলে এগিয়ে থেকেও জিততে পারল না বার্সেলোনা। ৯০ মিনিট ধরে টান টান খেলার পর বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের ঘরের মাঠে এই ম্যাচটি ৪-৪ গোলে ড্র হয়েছে। রেফারির বাঁশি বাজানোর ১ মিনিটের মধ্যেই গোল করেন আর্জেন্টাইন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ। আঁতোয়া গ্রিজম্যানের ক্রস কাজে লাগিয়ে গোলটি হাসিল করেন আলভারেজ। একটু পরেই বার্সার ফুল-ব্যাক জুলস কুন্দের ভুল পাসকে কাজে লাগিয়ে আলভারেজ বল বাড়িয়ে দেন গ্রিজম্যানকে। ফরাসি তারকা গ্রিজম্যান কোনো ভুল না করে বল জালে জড়িয়ে দেন, এবং বার্সেলোনার রক্ষণকে বিভ্রান্তিতে ফেলেন। ২-০ গোলে এগিয়ে যায় আতলেতিকো মাদ্রিদে।
পরপর দুটো ধাক্কা খেয়ে ব্লগরানা বাহিনী তাদের দাপট দেখাতে শুরু করে। রক্ষণশীল মাঝমাঠ থেকে একের পর এক আক্রমণ তুলে আনে তারা। নিজের করা ভুল পাসের মাশুল শুধরে নেন জুলস কুন্দে। ২১ মিনিটের মাথায় কুন্দে ক্রস বাড়ান পেদ্রিকে, আর পেদ্রো কোনো ভুল না করে গোল করেন, যা কিনা বার্সার গোলের খাতা খুলতে সাহায্য করে। এর ঠিক ২ মিনিটি পরেই বার্সেলোনা একটি কর্নার পেলে, তা গোলে পরিণত করেন পাউ কুবার্সি। মঙ্গলবার রাতের খেলায় ১৮ বছর বয়সী কুবার্সি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
রক্ষণ এবং আক্রমণ উভয় ক্ষেত্রেই তার উপস্থিতি অনুভব করা গেছে। বিরতির একটু আগেই বার্সার আরেক ডিফেন্ডার ইনিগো মার্তিনেস গোল করে এগিয়ে দেন তার দলকে।
খেলার শুরুর থেকে কোচ হান্সি ফ্লিক অভিজ্ঞ স্ট্রাইকার রবার্ট লেয়ানডস্কিকে নামাননি। খেলার দ্বিতীয়ার্ধে মাঠে নামেন পলিশ তারকা। ৭৪ মিনিটে উইংগার লামিন ইয়ামালের বক্সের ভেতরে একটি সুন্দর পাস থেকে লেয়ানডস্কি গোল করেন, যা কিনা বার্সাকে ৪ নম্বর গোলটি পেতে সাহায্য করে। বার্সেলোনার খেলা দেখে মনে হচ্ছিল তারা তাদের ঘরের মাঠে একটা সুন্দর কামব্যাক করতে চলছে। কিন্তু দিয়েগো সিমিয়োনের দল আক্রমণ করতে ছাড়েনি। পরিবর্ত হিসেবে মার্কোস লরেন্তেকে নামান সিমিয়োনে, এবং তিনি ৮৪ মিনিটের মাথায় একটি গোল করে আতলেতিকোকে খেলায় ফেরান।
দ্বিতীয়ার্ধের খেলায় ৮ মিনিটের সংযুক্ত সময় দেওয়া হলে, আতলেতিকোর হয়ে চার নম্বর গোল করেন তাদের প্রধান স্ট্রাইকার আলেকজান্ডার সরলথ। লীগের খেলায় গত ডিসেম্বরেই আতলেতিকোর হয়ে জয়ের গোলটি করেছিলেন সরলথ এবং তিনি এইদিন ও দলকে বাঁচালেন। খেলা শেষ হয় ড্রয়ের চেহারায়।
খেলা শেষের পর পাউ কুবার্সি জোর গলায় বলেন যে, শেষের ১০ মিনিট বার্সেলোনা ভালোভাবে খেলেনি। তিনি আরো বলেন, তাদের এই ড্রটাই প্রাপ্য। ইনিগো মার্টিনেজ বলেন যে, ‘আমরা ফাইনাল খেলবো। আমি গোল করার পরেই জার্সিতে বার্সেলোনার ব্যাজটিকে চুম্বনে ভরিয়ে দিয়েছিলাম, কারণ বার্সা আমার স্বপ্নের ক্লাব।’ তবে মার্টিনেজ মনে করেন যে বার্সেলোনার স্বাচ্ছন্দে জেতা উচিত ছিল মঙ্গলবার রাতের এই খেলা, কারণ তারা আরো বেশি গোল করার যথেষ্ট সুযোগ তৈরী করেছিল। বার্সা কোচ ফ্লিক বলেন যে, ‘গুরুত্বপূর্ণ মুহূর্তে ভুলগুলি ব্যয়বহূল প্রমাণিত হয়েছে। আতলেতিকো এমন একটা দল যারা ভুলের শাস্তি নির্মমভাবে দেয়, এবং বার্সেলোনা তাদের প্রথমে এবং শেষে অনেক সুযোগ দিয়েছে যা কাজে লাগিয়েছে তারা।’ তবে ফ্লিক ভরসা রাখছেন তার দলের ওপর সম্পূর্ণভাবে।
এই দুই দলের মধ্যে কারা কোপা দেল রে-র ফাইনালে উঠবে তার ফয়সালা হবে ৩ এপ্রিল। দ্বিতীয় লেগ খেলা হবে আতলেতিকোর ঘরের মাঠে। অ্যাওয়ে ম্যাচ ড্র করায় কিছুটা সুবিধা হয়েছে আতলেতিকোর। তবু বার্সাও হাল ছাড়ছে না। কোপা দেল রে-র অপর সেমিফাইনালে মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও রিয়াল সোসিয়াদাদ।