• facebook
  • twitter
Wednesday, 30 July, 2025

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ ঘরে তুলল অস্ট্রেলিয়া

এক ম্যাচ বাকি থাকতেই কামিন্সরা সিরিজ জিতে নিলেন। অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ২৪৩ রানে সবাইকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

গতবারের টেস্ট বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়া হেরে যাওয়ার পরে নতুন উদ্যামে তারা খেলতে চাইছে। অর্থাৎ হারের স্মৃতিকে তারা ভুলে যেতে চাইছেন খুব তাড়াতাড়ি। তার প্রধান কারণ হল, নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে প্রথম সিরিজটা অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স তুলে নিলেন। অস্ট্রেলিয়া ১৩৩ রানে দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে এই কৃতিত্ব দেখাল। অর্থাৎ এক ম্যাচ বাকি থাকতেই কামিন্সরা সিরিজ জিতে নিলেন। অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ২৪৩ রানে সবাইকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। চারটি উইকেট দখল করেন শামার জোসেফ। সিরিজে সমতা ফেরাতে ২৭৭ রান তুলতে হবে, এই অবস্থায় ওয়েস্ট ইন্ডিজ খেলতে নামে।

তবে ওয়েস্ট ইন্ডিজ সেই লক্ষ্যে পৌঁছতে পারেনি। তারা ১৪৩ রানে ইনিংস শেষ করে হারের মুখে পড়ে। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের পঞ্চম বলে জন ক্যাম্পবেলকে ফিরিয়ে দেন জশ হেজলউড। এরপর ধারাবাহিকভাবে উইকেট পড়তে থাকে ওয়েস্ট ইন্ডিজের। মিচেল স্টার্ক, বিউ ওয়েবস্টার এবং হেজলউড মিলে ওয়েস্ট ইন্ডিজ়ের টপ এবং মিডল অর্ডারকে ধসিয়ে দেন। লোয়ার অর্ডারকে আউট করেন নেথান লায়ন। ৩৪.৩ ওভারে ১৪৩ রানে শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। উইকেট যে অস্ট্রেলিয়াকে বাড়তি সুবিধা এনে দিয়েছেন, তা স্বীকার করে নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তিনি আরও বলেছেন, ‘দুটো টেস্টেই আমাদের লড়াই করে জিততে হয়েছে। আমি গর্বিত। নতুন বলে খেলতে দুই দলেরই সমস্যা হয়েছে।