মোহনবাগানের ফুটবলার আশিস রাই -য়ের স্ক্যান করা হয়েছে। সেই স্ক্যান রিপোর্ট এলে তবেই বোঝা যাবে তাঁর চোট কতটা গুরুতর।
আশিস রাইকে নিয়ে বড়সড় সমস্যার সামনে পড়ে গেলেন জোস মোলিনা। শনিবার গোয়া ম্যাচে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন। সেই চোটের গুরুত্ব কতখানি তা জানা যাবে রিপোর্ট পাওয়ার পরে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী ঠিক হয়েছে, যদি স্ক্যান রিপোর্ট খারাপ আসে তাহলে জাতীয় দলের প্র্যাকটিশে তিনি যোগ দেবেন না। সেক্ষেত্রে তাঁকে পুরোপুরি বিশ্রামে থাকতে হবে।
কোচ মোলিনা সমেত বিদেশি ফুটবলাররা যে যার শহর ছেড়ে নিজেদের দেশে ফিরে গিয়েছেন। অধিকাংশ বিদেশি ম্যাচের পর রাতে নিজেদের দেশে রওনা দেন। এমন কী কোচ মোলিনা চলে গিয়েছেন স্পেনে। তবে যাওয়ার আগে জানিয়ে গিয়েছেন, ১৮ তারিখ থেকে ফের মোহনবাগানের প্র্যাকটিশ শুরু হবে। তার আগের দিন ১৭ তারিখের মধ্যে সকলকে চলে আসার নির্দেশ দিয়ে গিয়েছেন তিনি। তবে যারা জাতীয় ক্যাম্পে যাবেন তাঁদের ব্যাপারটা আলাদা। ২৫ মার্চ বাংলাদেশের সঙ্গে খেলা রয়েছে। এশিয়ান কাপের সেই ম্যাচ খেলে ফুটবলাররা ফিরে আসবেন।
তারপর তাঁদের দলের প্র্যাকটিশে যোগ দিতে বলা হয়েছে। মোহনবাগান শিবিরে আপাতত স্বস্তি। বিশেষ করে গোয়াকে হারানোর পর দলের সকলে মনে করছেন, মধুর প্রতিশোধ নেওয়া হয়ে গিয়েছে। এবার গোয়াকে ফাইনালে হারাতে হবে। আসলে মোহনবাগান শিবিরের ধারণা, গোয়ার সঙ্গে খুব সম্ভবত ফাইনালে দেখা হবে মোহনবাগানের। কারণ গোয়া ছাড়া আইএসএলে ধারাবাহিকতা কোনও দলের তেমন নেই। তাই গোয়া-মোহনবাগান ফাইনাল নাহলে সেটাই হবে অঘটন। তখন গোয়াকে হারিয়ে কাপ নিতে পারলে তা হবে নিজেদের শ্রেষ্ঠত্বকে আরও বেশি করে প্রতিষ্ঠিত করা।