• facebook
  • twitter
Tuesday, 6 January, 2026

অভিমন্যু ঈশ্বরণের শতরান, আসামকে হারাল বাংলা

বাংলার নির্ভরযোগ্য বোলার মহম্মদ শামি ৯ ওভারে ৫৫ রান দিয়ে তিনটি উইকেট পান। রোহিত কুমার ৪১ রানে ২ উইকেট পান।

চলতি বিজয় হাজারে ট্রফিতে চতুর্থ জয় আসামকে হারিয়ে পেল বাংলা। বাংলা জিতলো ৮৫ রানে। সেইসঙ্গে অধিনায়োকোচিত শতরান উপহার দিলেন অভিমুন্য ঈশ্বরণ। শনিবার টসে জিতে আসাম প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভারে ৩০২ রান করে বাংলা। ওপেন করতে নেমে বাংলার অধিনায়ক অভিমুন্য ঈশ্বরণ দারুন পারফরম্যান্স করলেন। তিনি ১১৬ বলে ১০২ রান করেন। তারমধ্যে দশটি চার মেরেছেন তিনি। এদিকে শাহবাজ আহমেদ চলতি বিজয় হাজারে ট্রফিতে তৃতীয় অর্ধশতরান করলেন। ৫৭ বলে তিনি ৬৬ রানে অপরাজিত থাকেন। তিনি দুটি ছয় মেরেছেন। সুদীপ ঘরামীর ব্যাট থেকে আসে ৩২ রান।

তবে অন্য খেলোয়াড়রা সেভাবে নজর কাড়তে পারেননি। মহম্মদ শামি ১১ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন। ঘরোয়া ক্রিকেটে শততম ম্যাচ খেলতে নেমে অনুষ্টুপ মজুমদার ৩৯ বলে ৩১ রান করে রান আউট হয়ে যান। আসামের আকাশ সেনগুপ্ত, অভিনব সেনগুপ্ত ও রাহুল সিং দুটি করে উইকেট পান। বাংলার ৩০২ রানের জবাবে আসাম খেলতে নেমে ৪২.১ ওভারে ২১৭ রানে সবাই আউট হয়ে যায়। ডেনিশ দাস ৫২ বলে ৪৩ ও অধিনায়ক সুমিত ঘাদিগাঁওকার ৫৪ বলে ৪০ রান করেন।

Advertisement

বাংলার নির্ভরযোগ্য বোলার মহম্মদ শামি ৯ ওভারে ৫৫ রান দিয়ে তিনটি উইকেট পান। রোহিত কুমার ৪১ রানে ২ উইকেট পান। তবে, এদিন মুকেশ কুমার ও শাহবাজ আহমেদ তেমন নজর কাড়তে পারেননি। যদিও, তারা একটি করে উইকেট পেয়েছেন। আকাশদীপ ও করণলাল কোনও উইকেট পাননি। বাংলা ৮৫ রানে জয় পেয়ে স্বাভাবিকভাবে আত্মবিশ্বাসে ভরপুর। আগামী মঙ্গলবার বাংলা খেলতে নামবে হায়দরাবাদের বিরুদ্ধে।

Advertisement

Advertisement