• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আজ উত্তর কলকাতায় প্রধানমন্ত্রীর রোড শো

নিজস্ব প্রতিনিধি— আজ অর্থাৎ মঙ্গলবার নির্বাচনী প্রচারে কলকাতায় এসে রোড শো করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে এদিন প্রচার করবেন তিনি৷ রোড শো শুরুর আগে বাগবাজারে সারদা মায়ের বাডি়তে যাবেন প্রধানমন্ত্রী৷ আজ শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজির মূর্তিতে মাল্যদান করবেন মোদী। সেজন্য সেখানে তৈরি হয়েছে বিশেষ মঞ্চ। এরপর সেখান থেকে

নিজস্ব প্রতিনিধি— আজ অর্থাৎ মঙ্গলবার নির্বাচনী প্রচারে কলকাতায় এসে রোড শো করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে এদিন প্রচার করবেন তিনি৷ রোড শো শুরুর আগে বাগবাজারে সারদা মায়ের বাডি়তে যাবেন প্রধানমন্ত্রী৷ আজ শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজির মূর্তিতে মাল্যদান করবেন মোদী। সেজন্য সেখানে তৈরি হয়েছে বিশেষ মঞ্চ। এরপর সেখান থেকে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দর বাডি় পর্যন্ত রোড শো করবেন প্রধানমন্ত্রী৷ প্রথমে সন্ধ্যায় এই রোড শো হতে চলেছে৷ ঠিক তার আগে বিকেল পাঁচটা নাগাদ সারদা মায়ের বাডি়তে যাওয়ার কথা তাঁর৷ প্রায় চল্লিশ মিনিট সেখানে তিনি থাকবেন৷ কয়েকজন মহারাজের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন৷ দলীয় সূত্রে জানা গিয়েছে, লোকসভা নির্বাচনের শেষ দফার আগে আজ ২৮ মে দুপুরে উত্তর ২৪ পরগনার অশোকনগরে ও দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে সভা করার কথা রয়েছে মোদির৷ সেখান থেকেই তিনি আসবেন সারদা মায়ের বাডি়তে৷ তারপর অংশ নেবেন রোড শো-য়ে৷ উত্তর কলকাতায় বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে রোড শো করার পর মঙ্গলবার রাতে কলকাতায় রাজভবনে রাত্রিবাস করার কথা প্রধানমন্ত্রীর৷ পরদিন অর্থাৎ বুধবার ২৯ মে, দক্ষিণ ২৪ পরগনায় মথুরাপুরে আরেকটি নির্বাচনী জনসভা করতে পারেন মোদি৷

এদিকে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেছেন, ‘‘ঐতিহাসিক চেহারা নেবে এই রোড শো৷ মোদি ঝডে় এমন কম্পেন তৈরি হবে কলকাতা-সহ পার্শ্ববর্তী দুই ২৪ পরগনাতেও মোট যে নটি আসনে শেষ দফার ভোট রয়েছে, সেখানে ভাল ফল করবে বিজেপি৷ রোড শোয়ে ২ লক্ষাধিক মানুষের জমায়েত হবে৷’’ জানা গিয়েছে, শ্যামবাজার পাঁচ মাথার মোডে় নেতাজির মূর্তির সামনে থেকে শুরু হবে রোড শো৷ নেতাজিকে সেখানে শ্রদ্ধা জানিয়ে কর্মসূচি শুরু করবেন প্রধানমন্ত্রী৷ বিধান সরণি হয়ে শোভাযাত্রা যাবে৷ স্বামী বিবেকানন্দর বাডি়তে গিয়ে সেখানে স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে কর্মসূচি শেষ করবেন প্রধানমন্ত্রী৷ দুই কলকাতা, দমদম, যাদবপুর থেকে বিজেপি কর্মীরা জমায়েত হবেন উত্তর কলকাতায় মোদির রোড শোয়ে৷ প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়৷ মোদি কোনও বিশেষ রথে নিরাপত্তার বেষ্টনীতে একাই থাকবেন৷ নেতৃত্ব থাকবে পাশে কোনও উঁচু গাডি়তে৷ প্রধানমন্ত্রীর রোড শো-কে বর্ণাঢ্য রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে৷ ঢাক, আদিবাসী নৃত্য থাকছে৷ এছাড়া বাংলার বিভিন্ন সংস্কৃতিকে তুলে ধরা হবে বিশাল এই শোভাযাত্রায়৷ দু’কিলোমিটারের কিছু বেশি রাস্তা ধরে এই শোভাযাত্রা যাবে৷ নির্বাচনকে সামনে রেখে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রোড শো এই প্রথম৷ সেক্ষেত্রে কড়া নিরাপত্তায় মুডে় ফেলা হবে নির্ধারিত রুট ও সংলগ্ন এলাকা৷

Advertisement

Advertisement

Advertisement